স্বামী সন্তান নিয়ে ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অবকাশ যাপনের সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই অভিনেত্রী।
গতকাল (১৪ সেপ্টেম্বর) ইন্সটাগ্রামে তাদের অবকাশ যাপনের বেশকিছু ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যায় প্রমোদতরীতে নিকের বাহুতে মাথা রেখে রোদ পোহাচ্ছেন। প্রিয়াঙ্কার পরনে ছিল মেরুন রঙের বিকিনি। ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোতে। নতুন পোস্ট করা এই ছবিগুলোতে প্রিয়াঙ্কার হাতে একটি নতুন ট্যাটু দেখা গেছে। কমেন্টের জায়গায় সেই ট্যাটু নিয়েই সবার আলোচনা।
এতদিন নায়িকার হাতের কবজিতে লেখা ছিল ‘ড্যাডিজ লিটল গার্ল’। ২০১৩ সালে বাবার মৃত্যুর ঠিক এক বছর আগে এই ট্যাটুটি করেছিলেন অভিনেত্রী। তার সেই ট্যাটু নিয়ে বেশ হইচইও হয়েছিল। এবার আরও এক নতুন ট্যাটু দেখা গেল। নায়িকার ডান হাতে যেই গোপন ট্যাটুটা সামনে এসেছে, সেটি তার মেয়ের মুখের অবয়ব। অনুরাগীরাও ঠিকই ধরে নিয়েছে। তাদের মন্তব্য ছিল, ‘হ্যাঁ, প্রিয়াঙ্কার হাতের ওই ট্যাটুটি তার মেয়ের।’