কিছুদিন বিরতির পর আবারও দর্শকদের জন্য নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। আপাতত তিনি তার নতুন ছবি' জিগরা'র প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মাঝে জানা গেল নিজের নাম বদলে ফেলেছেন আলিয়া ভাট।
আলিয়া ভাটের নতুন ছবি 'জিগরা'র' ট্রেলার মুক্তি পেয়েছে। সন্তানের মা হবার পর এই ছবি দিয়েই আবারও পর্দায় ফিরছেন আলিয়া। সবমিলিয়ে সময়টা বেশ ভালই কাটছে তার। সম্প্রতি তার নতুন ছবির প্রচারণায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র দ্বিতীয় সিজনে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই তার নাম বদলের ঘোষণা আসে।
কপিল শো -এ কমেডিয়ান ও অভিনেতা সুনীল গ্রোভারের এক প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘আমি হলাম আলিয়া ভাট কাপুর।’
উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে।