× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ে করলেন চার্লি পুথ

ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত

২০২৩ সালের ডিসেম্বরে জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ তার দীর্ঘদিনের বান্ধবী ব্রুকি সানসোনের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। এবার বিয়ের পর্বও সেরে ফেললেন এই জুটি ।

গতকাল (১৭ সেপ্টেম্বর ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চার্লি পুথ নিজেই এই খুশির খবরটি ভক্তদের কাছে প্রকাশ করেন। চার্লি তার ইন্সটাগ্রাম প্রোফাইলে বিয়ের কিছু ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি ব্রুক। সবসময় নিজের সেরাটা দিতে চাই তোমাকে।’

চার্লি আরও লেখেন, ‘আমি প্রতিজ্ঞা করছি, তোমার জীবনের প্রতিটি দিন তোমাকে ভালোবসে যাব। এবং আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে। এখন ব্রুকি আশলে সানসোন থেকে তুমি ব্রুকি আশলে পুথ। আমাকে সবচেয়ে সুখী পুরুষ বানানোর কারিগর তুমি, কৃতজ্ঞতা তোমার প্রতি।’

গতকাল প্রকাশ করলেও চার্লি আর ব্রুকির বিয়ে হয়েছে আরও ১০ দিন আগে। গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই জুটির দুজনেই নিউ জার্সির বাসিন্দা। ২০২২ সালের ডিসেম্বর মাসে নিজের ৩১ তম জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দিয়েছিলেন তারা। 

চার্লি পুথ তখন জানিয়েছিলেন, ‘সে এমন একজন যার সঙ্গে আমি বড় হয়েছি, দীর্ঘ সময়ের জন্য জীবনে পরিচিত এমন কাউকে পাওয়া সুন্দর। ভবিষ্যতে কঠিন সময় এলেও, সে আমার পাশে থাকবে।’

২০১৫ সালে ‘সি ইউ এগেইন’ গানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান চার্লি পুথ। এ ছাড়া ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান কল অ্যাওয়ে’ এবং ‘উই ডোন্ট টক অ্যানিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এসব গানগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়তার তুঙ্গে ওঠে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.