× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘জওয়ান' কে টেক্কা দিল ‘স্ত্রী টু’

ডেস্ক রিপোর্ট

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৭ পিএম । আপডেটঃ ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত

মুক্তি পাবার পর মাস পেরিয়ে গেলেও এখনও বক্স অফিস মাতাচ্ছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী টু'। ছবিটি সম্প্রতি শাহরুখ খানের 'জওয়ান' এর রেকর্ড ভেঙে গড়েছে নতুন রেকর্ড।

ভারতীয় গণমাধ্যমের খবর, বক্স অফিসে শাহরুখ খানের বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি ‘জওয়ান’-কে ছাড়িয়ে গেছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী টু’। রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী টু’ মুক্তির প্রথম দিনেই আয় করে ৬০ কোটি রুপি এবং সব মিলিয়ে ছবিটি আয় করে ৮০০ কোটিরও বেশি।

এদিকে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ শুধু ভারতের বক্স অফিস থেকে কালেকশন করে ৫৮৩ কোটি রুপি। সেই জায়গায় দাঁড়িয়ে ‘স্ত্রী টু’ আয় করে ফেলেছে ৫৮৩.৩০ কোটি রুপি। এর মধ্য দিয়ে ডোমেস্টিক বক্স অফিসে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে ‘স্ত্রী টু'।

এদিকে ‘জওয়ান’ ভারতে সমস্ত ভাষায় ৬৪০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে । শুধুমাত্র হিন্দি ভাষায় এই ছবির আয় ছিল ৫৮২ রুপি। একই সময়ে অর্থাৎ ৩৩ দিনে ‘স্ত্রী টু’ ছবিটির ভারতে মোট আয় গিয়ে দাঁড়ায় ৬৬৫ কোটি ৭৫ লাখ রুপিতে।

এছাড়াও ডোমেস্টিক কালেকশনের দিক থেকে তৃতীয় অবস্থা রয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। এটি সংগ্রহ করেছে ৫৫৬ কোটি রুপি। এরপর রয়েছে শাহরুখের আরও এক ছবি ‘পাঠান’। ছবিটি সংগ্রহ করেছে ৫৪৩ কোটি রুপি। এছাড়াও ‘বাহুবলী টু’ আছে তালিকায় ৬ নম্বরে। ছবিটির বক্স অফিস থেকে সংগ্রহ করে প্রায় ৫১১ কোটি রুপি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.