ঢাকাই চলচিত্রের
জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও
আপলোড দিয়েছেন। ভিডিওটিতে আবেদনময়ী লুকে হাজির হয়ে ভক্তদের আরও একবার মোহিত করলেন মাহি।
২০২৪ সালটা
যেন মাহির কপালে একরাশ দুর্ভোগ নিয়ে এসেছিল। নির্বাচনে হেরেছেন, হয়েছে বিচ্ছেদ কিন্তু এত দ্রুত হেরে যাবার পাত্রী নন মাহি। সেই ইঙ্গিতই দিলেন এই ভিডিও তে।
ভিডিওটি ঝড়ের
গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে। মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। তাকে
এমন অগ্নিকন্যা রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন।
নেটিজেনরা
বলছেন, মাহি ফুরিয়ে যাননি। তিনি আবারও ফিরবেন নতুনভাবে। কেউ কেউ মাহির পুরোনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন।
ভক্তদের
এমনসব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি। একইসঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন। বুঝেশুনে কাজ করবেন।
উল্লেখ্য,
মাহিকে সবশেষ দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নায়িকার নতুন এই অবতার দর্শকরাও
লুফে নিয়েছে। পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছে।