বলিউডের খ্যাতিমান
চলচ্চিত্র পরিচালক করণ জোহর এবার ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন। সময়ের বিবর্তনে ওটিটি
প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন দীর্ঘ দু'দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে
জড়িত এই পরিচালক।
‘কুছ কুছ
হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’
বা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর মত বলিউডের রোমান্টিক ছবি তৈরি
হয়েছে তারই হাতে। এবার ওটিটিতে কাজ করবেন করণ।
ভারতীয় গণমাধ্যমের
খবর, নেটফ্লিক্সের জন্য একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন করণ জোহর। যদিও এখনও ওই সিরিজের
নাম ঠিক হয়নি। তবে, পরিচালকের অন্যতম পছন্দের কাজ হতে চলেছে এটি। শুধু তাই নয়, বহু
তারকা থাকছে এই সিরিজে। একাধিক নামী অভিনেত্রীদেরও থাকার কথা রয়েছে সিরিজটিতে।
ওয়েব
সিরিজটির চিত্রনাট্যও ইতোমধ্যে ঠিক হয়েছে বলে খবর। নতুন প্ল্যাটফর্মে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন করণ।
সূত্রের
খবর, চরিত্র অনুযায়ী অভিনেতা বাছাইয়ের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। ২০২৫ সালে শুরু হবে ওয়েব সিরিজটির শ্যুটিং। সে বছরের পুরো
সময়টিই নাকি চলবে কাজ। সিরিজটি দেখানো শুরু হবে ২০২৬ সাল থেকে।