× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছেলে জয়ের জন্মদিনে মা অপু বিশ্বাসের আবেগাপ্লুত ফেসবুক পোস্ট

ডেস্ক রিপোর্ট

২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও অন্যতম সফল অভিনেত্রী অপু বিশ্বাস। ২০০৫ সালে বরেণ্য চলচিত্র পরিচালক আমজাদ হোসেনের 'কাল সকালে' ছবিতে বাসন্তীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচিত্র জগতে পা রাখেন এই অভিনেত্রী। প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে সুপারস্টার শাকিব খানের সাথে অসংখ্য ছবিতে জুটি বেঁধেছেন তিনি। বাস্তবেও এই জুটি বিয়ে করেছেন এবং তাদের বিচ্ছেদও হয়ে যায়। এই জুটির কোলে একটি ফুটফুটে ছেলে সন্তান আসে। যার নাম আব্রাম খান জয়। যদিও ব্যাপারটা অনেকদিন গোপন থাকার পর ২০১৭ সালে অপু একটি টেলিভিশন শো-তে এসে ঘোষণা দেন যে, তিনি এবং শাকিব খান ২০০৮ সালে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তান রয়েছে। আজ (২৭ সেপ্টেম্বর) আব্রাম খানের জয়ের জন্মদিন। ছেলের জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অপু।

ছেলে আব্রামকে নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে অপুকে। আব্রামকে নিয়ে প্রথমবারের মত টেলিভিশনে আসার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রলের ও শিকার হয়েছেন তিনি। কিন্তু এসবকে পাশ কাটিয়ে ছেলেকে নিয়ে চমৎকার জীবনযাপন করছেন অপু।

আজ (২৭ সেপ্টেম্বর) আব্রামের জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে অপু লেখেন, শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে, তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে। গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি, বরং নিজের মেধা, সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ। তোমার প্রতিটি হাসি, তোমার প্রতিটি ছোট-বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে।

তিনি আরও লিখেছেন, তুমি সত্যিই এক অনন্য সদা হাসিখুশি, জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ। তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ, তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর। উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক। তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে-শান্তিতে বড় হতে পার, আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি, আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি।

অপু বিশ্বাস লিখেছেন, তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে। তুমি আরও অনেক দূর এগিয়ে যাবে, তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মা তোমাকে অনেক ভালোবাসে, শুভ জন্মদিন, আমার ছোট্ট রাজপুত্র! তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.