× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফিরছে সিআইডি

ডেস্ক রিপোর্ট

২৫ অক্টোবর ২০২৪, ১৯:৪১ পিএম । আপডেটঃ ২৫ অক্টোবর ২০২৪, ১৯:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

উপমহাদেশে যারা ভারতীয় টেলিভিশন সিরিজ দেখেন তাদের কাছে খুবই পরিচিত এক নাম সিআইডি। এসিপি প্রদ্যুমানের 'দয়া! পাতা লাগাও' কিংবা 'কুছ তো গড়বড় হ্যায়', ক্রাইম সিনে সর্বদা দরজা ভাঙতে প্রস্তুত সুঠামদেহী দয়া; এসব মুখস্থ সিআইডি ফ্যানদের। ভক্তদের চমকে দিয়ে দীর্ঘ ছয় বছর পর আবারও ফিরছে সিআইডি।

ভারতের দীর্ঘদিন ধরে চলা টেলিভিশন সিরিজগুলির একটি এই সিআইডির নির্মাতারা শুক্রবার (২৫ অক্টোবর)  একটি ক্লিপের মাধ্যমে এই ঘোষণা করেছেন।

এই ক্লিপে তুমুল জনপ্রিয় পুরনো কাস্টদেরই, জনপ্রিয় শিবাজী সাতাম, আদিত্য শ্রীবাস্তব এবং দয়া শেঠির উপস্থিতি দেখা গেছে। সনি টিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্লিপটি শেয়ার করেছেখবরটি প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ক্লিপের শুরুতেই .সি.পি. প্রদ্যুমনকে বৃষ্টির মধ্যে একটি পুলিশ গাড়ি থেকে বের হতে দেখা যায়, তিনি একটি ছাতা হাতে একটি ক্রাইম সিনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। এসময় ক্যামেরার লেন্স অভিজিতের (আদিত্য শ্রীবাস্তব) তীক্ষ্ণ দৃষ্টিতে ফোকাস করে।

সিআইডি শোটির সম্প্রচার শুরু হয় ১৯৯৮ সালেএবং এর শেষ পর্বটি ২০১৮ সালে প্রচারিত হয়। এর আগে, ফ্রাইডে টকিজের সাথে এক সাক্ষাৎকারে শিবাজী সাতাম বলেছিলেন যে, ২০ বছর ধরে সফল ভাবে চলা  এই শো  সম্ভবত শো-এর প্রযোজক এবং সম্প্রচারকারী চ্যানেলের মধ্যে বিরোধের কারণে বন্ধ হয়ে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.