× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাম বদলে ভারতে সিয়াম-পূজার সিনেমা

ডেস্ক রিপোর্ট

০৩ নভেম্বর ২০২৪, ২০:২৮ পিএম । আপডেটঃ ০৩ নভেম্বর ২০২৪, ২০:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত

পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘শান’ সিনেমাটি। যার নির্মাতা এম রহিম। এর আগে তিনি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা দুটির সহপরিচালক হিসেবে কাজ করেছেন। সিয়াম-পূজা জুটির ‘শান’ সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালের রোজার ঈদে। তবে এটি দর্শকদের হৃদয়ে আশানুরুপ সাড়া ফেলতে পারেনি। রঙ্গমঞ্চ ছাড়া ওটিটি ও ইউটিউবেও অনেকে দেখেছে সিনেমাটি। কিন্তু এবার ‘শান’ দেখা যাবে ভারতীয় টিভি চ্যানেলে। 

তবে ভারতে গিয়ে বদলে গেছে ‘শান’-এর নাম। আগামী ১০ নভেম্বর ‘অর্জুন : দ্য সুপার কপ’ নামে জি বাংলা সিনেমা চ্যানেলে দেখা যাবে শান। 

সম্প্রতি জি বাংলার ফেসবুক পেজে সিনেমাটির টিজার শেয়ার করা হয়। সেখানে নেটিজেনদের নানা রকম কমেন্ট দেখতে পাওয়া যায়। শান থেকে অর্জুন হলো কিভাবে এ নিয়ে দ্বিধায় রয়েছে দর্শকরা। 

সিনেমার নামই শুধু বদলায়নি, কন্ঠও বদলে গেছে। সিয়াম-পূজার পরিবর্তে শোনা যাবে পশ্চিমবঙ্গের কণ্ঠাভিনেতাদের কণ্ঠ। এ বিষয়ে সিয়াম গণমাধ্যমকে বলেন, ‘আমি যত দূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তাঁরা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাঁদের বিষয়। আমার মনে হয়, সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে।’এ পুরো বিষয়টিকে ইতিবাচক হিসিবে দেখছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘শান কয়েকটি ভাষায় ডাবিং করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেখানে অনেক মানুষ দেখছে। হিন্দি ভাষায় প্রায় ১০ মিলিয়ন ভিউ হয়েছে। এখন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এটা কিন্তু আমাদের সিনেমার জন্য ভালো। প্রযোজকের আয়ের পথ বৃদ্ধি হলে তাঁরা আরও বেশি সিনেমা বানাতে আগ্রহী হবেন। সর্বোপরি এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক।’

এ বিষয়ে নির্মাতা এম রহিমও বলেন, ‘এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।’ 

উল্লেখ্য, এম রাহিমের পরিচালনায় সিয়াম অভিনীত আরেক সিনেমা ‘জংলি’ মুক্তির অপেক্ষায় আছে। এতে সিয়ামের সঙ্গে দেখা যাবে শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে। রাহিম জানিয়েছেন, আগামী মাসেই আসবে জংলির মুক্তির ঘোষণা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.