× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সার্জারি সুন্দরী শ্রদ্ধা!

ডেস্ক রিপোর্ট

০৭ নভেম্বর ২০২৪, ২১:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিশ্বব্যাপী শোবিজ অঙ্গনের তারকাদের কৃত্রিম উপায়ে শারীরিক পরিবর্তন আনা নতুন কিছু নয়। অনেকেই প্লাস্টিক সার্জারী করিয়ে চেহারায় পরিবর্তন আনেন। কেউবা করেন বোটক্স। তবে এ নিয়ে প্রায়শই সমালোচনার শিকার হতে দেখা যায় তাদের। বলিউডের জনপ্রিয় অভেনেত্রী শ্রদ্ধা কাপুরও এবার কটাক্ষের শিকার হলেন। যদিও তার দাবি তিনি কৃত্রিম উপায়ে কোনো পরিবর্তন আনেননি।

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে বলতে শোনা যায়, তার নাকি কোনো স্কিন কেয়ার রুটিন নেই। শুধু একটি ফেসওয়াশ একটি ময়েশ্চারাইজার ব্যবহার করেন বলে জানান।

শ্রদ্ধা কাপুরের এই জবাব মেনে নিতে পারেনি নেটিজেনরা। তাকে পড়তে হল ট্রলের মুখে! এমনকি, উঠে আসছে অভিনেত্রী ফ্যাশনিস্তা সোনম কাপুর আহুজার কথাও। যিনি অভিনেতাদের সবসময় 'নিখুঁত' দেখতে লাগা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।  

শ্রদ্ধাকে কটাক্ষ করে এক নেটিজেন বোঝাতে চাইলেন যে তিনি 'সার্জারি সুন্দরী' লিখেছেন, 'এই ব্যাপারে আমি অন্তত সোনম কাপুরের প্রশংসা করি। তিনি সৎ ছিলেন। কিন্তু আমরা সবাই জানি, তোমার স্কিনকেয়ার রুটিন নয়, তোমার সার্জারির দরকার পড়ে।'

এদিকে, আরেক নেটিজেন সোনমের কথা টেনে লিখেছেন, 'যখন আমি এই ধরনের বাজে কথা শুনি, আমার মনে তৎক্ষণাৎ কয়েক বছর আগে সোনম কাপুরের আশ্চর্যজনক পোস্টের কথা চলে আসে, যেখানে তিনি বলেছিলেন যে প্রতিটা তারকার এমন একটা বাহিনী আছে, যাদের কাজ সেই তারকাকে সুন্দর লাগানো। তারা সকলেই দামি দামি পণ্য ব্যবহার করে। একজন অভিনেত্রীকে এভাবে কথা বলতে দেখলে অবাক লাগে। শুধু ময়েশ্চারাইজার, শুধু জল, শুধু গঙ্গাজল ইত্যাদি ইত্যাদি।'

শ্রদ্ধা এমনিতে বেশ প্রিয় নেটিজেনদের। খুব একটা ট্রলও হন না তিনি। তবে এবার যেন ব্যাপার সম্পূর্ণ আলাদা। কাজের সূত্রে তাকে শেষ দেখা যায় 'স্ত্রী টু'-তে। যা ৫০০ কোটির ঘরে ঢুকে পড়েছে। ছবিটি পাঠান, গাদার, অ্যানিম্যাল-এর আয়কেও ছাড়িয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.