× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৪ই নভেম্বর আসছে স্ট্যান্ড আপ ঢাকা আয়োজিত 'গার্লস টেক দ্যা স্টেজ'

ডেস্ক রিপোর্ট

০৯ নভেম্বর ২০২৪, ২১:১৪ পিএম । আপডেটঃ ০৯ নভেম্বর ২০২৪, ২১:১৮ পিএম

ঢাকায় স্ট্যান্ড আপ কমেডি'র চর্চা জনপ্রিয় করার পেছনে একটি বড় নাম 'স্ট্যান্ড আপ ঢাকা'। একের পর এক ওপেন মাইক ইভেন্ট আয়োজন করার মাধ্যমে প্ল্যাটফর্মটি নতুন নতুন সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয়। এবার তারা নিয়ে আসছে সম্পূর্ণ নতুন একটি আয়োজন।

আসছে ১৪ই নভেম্বর শুধুমাত্র মেয়েদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে, 'গার্লস টেক দ্যা স্টেজ' যেখানে নানাবয়সী মেয়েরা নিজেদের স্ট্যান্ড আপ কমেডি প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। সমাজের সর্বস্তরে নারী ক্ষমতায়নের বাস্তবায়ন অগ্রসর করতে এই আয়োজনটির উদ্যোগ নেওয়া হয়েছে। ধানমন্ডি ২৭ নাম্বারের গ্রিলড রেঁস্তোরায় রাত ৮টায় এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। টিকেট জনপ্রতি ১০০ টাকা।

একই সাথে দেশের স্ট্যান্ড আপ কমেডি জগতে মেয়েদের পদচারণা বাড়াতে এই আয়োজনটি করা হচ্ছে।

বিস্তারিত জানার জন্য স্ট্যান্ড আপ ঢাকা (Stand Up Dhaka) এর অফিশিয়াল ফেইসবুক পেইজে চোখ রাখুন।  

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.