ঢাকায় স্ট্যান্ড
আপ কমেডি'র চর্চা জনপ্রিয় করার পেছনে একটি বড় নাম 'স্ট্যান্ড আপ ঢাকা'। একের পর এক
ওপেন মাইক ইভেন্ট আয়োজন করার মাধ্যমে প্ল্যাটফর্মটি নতুন নতুন সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের
প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয়। এবার তারা নিয়ে আসছে সম্পূর্ণ নতুন একটি আয়োজন।
আসছে ১৪ই
নভেম্বর শুধুমাত্র মেয়েদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে, 'গার্লস টেক দ্যা স্টেজ' যেখানে
নানাবয়সী মেয়েরা নিজেদের স্ট্যান্ড আপ কমেডি প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। সমাজের
সর্বস্তরে নারী ক্ষমতায়নের বাস্তবায়ন অগ্রসর করতে এই আয়োজনটির উদ্যোগ নেওয়া হয়েছে। ধানমন্ডি ২৭ নাম্বারের গ্রিলড রেঁস্তোরায় রাত ৮টায় এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। টিকেট জনপ্রতি ১০০ টাকা।
একই সাথে
দেশের স্ট্যান্ড আপ কমেডি জগতে মেয়েদের পদচারণা বাড়াতে এই আয়োজনটি করা হচ্ছে।
বিস্তারিত
জানার জন্য স্ট্যান্ড আপ ঢাকা (Stand Up Dhaka) এর অফিশিয়াল ফেইসবুক পেইজে চোখ রাখুন।