× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনীশ মালহোত্রার গোলাপি শিফনে জাহ্নবীর দ্যুতি

ডেস্ক রিপোর্ট

০৯ নভেম্বর ২০২৪, ২২:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

মনীশ মালহোত্রা তার ডিজাইন করা পোশাকে সাজিয়েছেন বলিউডের নামী-দামী সব তারকাদের। ভারত ছাড়িয়ে বিশ্বব্যাপী সুনাম ছড়িয়ে গেছে এই ডিজাইনারের। শ্রীদেবী কণ্যা জাহ্নবী কাপুর এবার মনীশের ডিজাইন করা এক শাড়িতে দ্যুতি ছড়িয়েছে ইন্সটাগ্রামে।

সম্প্রতি শ্রীদেবী কন্যার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  যেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন একটি গোলাপি রঙের শিফন শাড়ি।

শাড়ি এবং ব্লাউজে রয়েছে ফুলের সাজ। এই অনন্য শাড়িটি পরে নিঃসন্দেহে অভিনেত্রীকে দেখতে অনবদ্য লাগছিল।

তবে শুধু শাড়ির গুনগান করলেই হবে না, জাহ্নবীর মেকআপ ছিল চোখে পড়ার মতো। খোলা চুল এবং সাদা মুক্তার হারে সজ্জিত অভিনেত্রীকে দেখলে এক ঝলক শ্রীদেবীর কথা মনে পড়ে যাবে। অভিনেত্রীর এই ছবিগুলিতে সাধারণ মানুষের পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং মনীশ মালহোত্রা।

মনীশ মালহোত্রা ইনস্টাগ্রামে লিখেছেন, 'যখন আমি ষষ্ঠ শ্রেণীতে প্রথম ছবি আঁকা শুরু করি তখন থেকেই রঙের প্রতি একটি আলাদা আকর্ষণ তৈরি হয়। পড়াশোনায় ততটা ভালো ছিলাম না বলে বিজ্ঞানের খাতায় আঁকাই আমার পাস করার প্রধান হাতিয়ার হয়ে ওঠে। রঙ আমাকে সব সময় মুগ্ধ করেছে। জাহ্নবীকে খুব সুন্দর দেখতে লাগছে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.