× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

ডেস্ক রিপোর্ট

১৬ নভেম্বর ২০২৪, ১৩:০৫ পিএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৪, ১৫:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। এ ছাড়া আহত হয়েছেন আরও জন।

ঢাকা থেকে বরগুনার আমতলীতে ৮ জন সহযোগী নিয়ে একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন রুবেল।

পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুল গাছে ধাক্কা লাগে তাদের বহনকারী মাইক্রোবাসটির। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। পরে আহতদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিত্রনায়ক রুবেলসহ আহতদের মধ্যে তিন জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন— ভোলার চরফ্যাশনের আমেনাবাদ এলাকার মিন্টু হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৪), কিশোরগঞ্জের মাইক্রোবাস চালক ওমর ফারুক (৪০), রাজধানী ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

চিত্রনায়ক রুবেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট বলেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে রুবেলের। তবে এখন শঙ্কামুক্ত আছেন তিনি।

তিনি আরও বলেন, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক ওমর ফারুকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে তাদের।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল চিত্রনায়ক রুবেলকে বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলেও নায়ক রুবেল এখন সুস্থ আছেন।


 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.