অভিনেত্রী
মেহজাবীন চৌধুরী বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে পার করছেন নিজের
ব্যস্ত সময়। ক্যারিয়ারের প্রথম সিনেমা 'সাবা' প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে টরন্টো, বুসানের
মতো আন্তর্জাতিক চলচিত্র উৎসবে। সর্বশেষ সৌদি আরবের একটি চলচিত্র উৎসবেও প্রদর্শিত
হয়েছে তাঁর অভিনীত 'সাবা'। এবার শঙ্খ ঘোষ পরিচালিত ক্যারিয়ারের দ্বিতীয় ছবি 'প্রিয়
মালতী'র প্রিমিয়ার হবে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ।
আজ (১৬ নভেম্বর)
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্ধ্যায় 'রেড কার্পেট ফ্রম প্রিয় মালতী' ক্যাপশনে একটি
পোস্ট দেন মেহজাবীন। যেখানে দেখা যায় সিনেমার টিমের একাংশ নিয়ে কায়রো ইন্টারন্যাশনাল
ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে ফটোশ্যুট করছেন তিনি।

রেড কার্পেটের
ছবিগুলোতে ব্রাউন কালারের এক ভেলভেট শাড়িতে দীপ্তি ছড়াচ্ছিলেন মেহজাবীন। তাঁর লুকের
প্রশংসা করে রফিকুল মৃধা নামক এক ভক্ত কমেন্ট করেছেন, কেন জানি মোবাইল থেকে চোখ সরাতে
পাচ্ছি নাহ'

পোস্টটির
কমেন্টবক্স ভরে উঠেছে ভক্তদের ভালবাসায়। টিজে আকাশ নামে একজন সেখানে কমেন্ট করেছেন
'আমাদের "প্রিয় মালতী " এখন আন্তর্জাতিক মঞ্চে, অসাধারণভাবে নিজেদের সুন্দর
ছড়াচ্ছে'।
আবির মাহমুদ
নামের আরেক ভক্ত কমেন্ট করেছেন, ‘আপু এতো কমেন্ট করেছি আপনার সকল পোস্ট এ যে আর কমেন্ট
করার ভাষা খুঁজে পাচ্ছি না। তাও বলছি শাড়িতে আপনাকে আরও বেশি সুন্দর লাগছে।'
লাক্স চ্যানেল
সুপারস্টার ২০০৯ এ প্রথম হয়ে শোবিজে পা রাখেন মেহজাবীন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের
উপহার দিয়েছেন অসংখ্য নাটক, ও ওটিটি কনটেন্ট। এবার চলছে এই অভিনেত্রীর বড় পর্দার যাত্রা।
আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়ে সিনেমার ক্যারিয়ারটা বহুদুর নিয়ে যাবেন এটাই থাকবে
ভক্তদের প্রত্যাশা।