ভার্সিটি আড্ডা, গিটারে টুংটাং, পরিচিতি হওয়া অতঃপর বাংলাদেশি ব্যান্ড সাইকোপ্যাথস। যাত্রা শুরু ২০১৯ সালে। প্রচলিত গানেই দর্শকের আস্থা হয়ে উঠে এই ব্যান্ডটি। রক ঘরানার গান গেয়ে প্রথম দিকে তারা ক্যাম্পাস কেন্দ্রিক থাকলেও পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন জেলায় স্টেজ প্রোগ্রাম করতে থাকে।
মূলত, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাস থেকে ৬ জন মেম্বার নিয়ে সাইকোপ্যাথস ব্যান্ডটির যাত্রা শুরু। তখন ব্যান্ডের লাইন আপ এ ছিল নাজমুস সাকিব, আজিজুল ইসলাম তুহিন, সাকিব সালেক, দিপ্ত, মারজুক আহমেদ এবং অনিক হালদার সৌরভ। ভার্সিটির 'সংস্কৃতি সংসদ' ক্লাব করতে গিয়েই তাদের মিউজিক্যাল আড্ডা তারপর আজকের এই ব্যান্ড।
তাদের Error 404 নাম এ বাংলাদেশের বিভিন্ন ব্যান্ড কে নিয়ে দেয়া ট্রিবিউট সং এবং 'তীর হারা এই ঢেউ এর সাগর' ও 'মা গো ভাবনা কেন'- এই গান গুলো কে তারা ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্টে কাভার করেও নজরে আসে সবার।
ভাঙ্গা গড়ার মাঝে ব্যান্ডটি চাইছে নতুনভাবে তাদের তুলে ধরতে। প্রচলিত গানের পাশাপাশি এই প্রথম নিজেদের মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ড সাইকোপ্যাথস। ডিসেম্বর এ আত্মপ্রকাশ ঘটবে গানটির। স্তব্ধ আকাশটা আজ মেঘাছন্ন/ আকাশটার সাথে দূরত্ব বাড়িয়েছে হিমালয়/ তপ্ত মরু আজ বিষাধে বিষন্ন, এমন কথা ও সুরে গানটি দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা করেন ব্যান্ড সদস্যরা। গান এর নাম 'একা'। এই গান টি 'একা' এলবাম এর টাইটেল ট্র্যাক। ৫ টি গান এর এলবাম হচ্ছে এটি। সবকটিই রক ঘরানার।
ব্যান্ডের অন্যতম সদস্য অনিক হালদার সৌরভ বলেন, আমাদের এই পর্যন্ত আসতে বেশ বেগ পোহাতে হয়েছে। গানকে ভালোবাসি আর গানের মাঝেই নিজেদের প্রকাশ করতে চাই। দর্শকদের ভালোবাসা না পেলে হয়তো অনেক আগেই হারিয়ে যেতাম। তাদের ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রেখেছে। এই পর্যন্ত আসার সাহস পেয়েছি।
আবিদ আহমেদ ইভান এর স্টুডিওতে গানের রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং-এর কাজ হয়েছে। গানের কথা লিখেছেন তথ্যজিৎ ঋঝি। সুর এবং সংগীত আয়োজন করেছেন অনিক হালদার সৌরভ। গানের গিটারে ছিলেন সোহান মাহমুদ ও অনিক হালদার সৌরভ। বেস গিটার বাজিয়েছেন মারজুক আহমেদ ও কণ্ঠ দিয়েছেন নাজমুস সাকিব। ড্রামসে এ ছিলেন সাকিব সালেক।
ব্যান্ড এর সবাই এই নতুন গানের জন্য শুভকামনা প্রত্যাশা করেছেন।