বলিউডের বাদশাহ শাহরুখ খান। তিনি কিং খান আবার তিনিই কিং অব রোমান্স। ভক্তরা রীতিমতো তাঁর আভাস পাওয়ার জন্য হণ্যে হয়ে থাকে । আর সেই শাহরুখই বলে উঠলেন, জীবনের সাফল্য তাঁর একার নয় এবং এত সাফল্য, এত জনপ্রিয়তা তাঁর প্রাপ্য নয়! যা শুনে একটু অবাকই হওয়ার কথা।
তবে সত্যিই
সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলিউড কিং এমন কিছু কথাই বলেন।
সেখানে তিনি জীবন দর্শন নিয়ে বলতে গিয়ে বিভিন্ন কথা বলেন।
কিং খান বলেন,
”আমি খুবই সাধারণ পরিবারে বড় হয়েছি। তাই জানি সাফল্য ব্যাপারটা কতটা দামি। ছোটবেলা
থেকে ফেমাস শব্দটা আমার কাছে চাঁদ ধরার মতো ছিল। তাই আজ যেখানে আছি আমি, তা একমাত্র
আমার সাফল্য নয়। একার দ্বারা সম্ভবও ছিল না। বরং প্রচুর মানুষের সাহায্যেই এই জায়গাটা
করতে পেরেছি। তাই মনে করি, এই সাফল্য আমার প্রাপ্য নয়। বরং যাঁরা আমাকে এগিয়ে দিয়েছেন,
তাঁদেরও।“
শাহরুখ আরও
বলেন, ”কখনও যদি ব্যর্থতা আসে, তাহলে নিজের অফিস বা কাজকে দোষ না দিয়ে ইকোসিস্টেমকে
বুঝতে হবে। ঠিক কোথায় ভুল হচ্ছে, তা দেখতে হবে। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। আমার একটার
পর একটা ছবি যখন ফ্লপ হচ্ছিল, তখন বাথরুমে বসে কাঁদতাম। প্রথমে মনে হত, এই পৃথিবীর
সমস্ত লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে বিষয়টা এটা নয়। নিজের ভুলগুলো ঠিক করে
এগিয়ে গেলেই সাফল্য সম্ভব।“