গত শুক্রবার
(৬ ডিসেম্বর) জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ‘৮৪০’ ওরফে ‘ডেমক্রেসি
প্রাইভেট লিমিটেড’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলার দেখে সবার একটাই প্রশ্ন-
কবে, কখন, কোথায় দেখা যাবে সিনেমাটি।
‘৮৪০’ সিনেমাটি
মুক্তির লক্ষ্যে গতকাল (৭ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে এর অফিসিয়াল পোষ্টার।
আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর) সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সংস্কৃতি বিষয়ক
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এবং নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত সিনেমা ‘৮৪০’।
গতকাল গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা।
সিনেমার মূল
চরিত্র মেয়র ডাবলু হিসেবে অভিনয় করেছেন আলোচিত অভিনয় শিল্পী নাসির উদ্দিন খান। প্রথমবারের
মতো তিনি এবার ফারুকীর পরিচালনায় কাজ করেছেন।
এ প্রসঙ্গে
গণমাধ্যমকে তিনি বলেন, ‘এটি পছন্দের কাজ, তার প্রথম কারণ পরিচালক। এরপর অন্য সহশিল্পীরাও।
‘৮৪০–এ যাঁরা অভিনয় করেছেন, তাঁদের অনেকে আমার পূর্বপরিচিত। অনেকের
সঙ্গে শুটিং সেটে গিয়ে পরিচয়। দিন শেষে মনে হয়েছে, অনেকেই আত্মার আত্মীয়।‘
তিনি আরও বলেন,
‘মারজুক রাসেল, আশুতোষ সুজন, ফজলুর রহমান বাবু, নাদের খান, শাহরিয়ার নাজিম জয় ভাইসহ
যাঁরাই ছিলেন, সবাইকে ফারুকী ভাই এমনভাবে গুছিয়ে দিয়েছেন, কাজটা করতে অনেক সহজ হয়ে
গেছে। এই পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয়েছে, কাজের কষ্ট তুলনামূলকভাবে কম হয়।
তিনি নিজে অনেক কৌশল শিখিয়ে দেন। চরিত্রের অনেক বিশ্লেষণও দিয়ে দেন। সেটা ভালো লাগার
বিষয়।‘
মোস্তফা সরয়ার
ফারুকীর রাজনৈতিক হাস্যরসাত্মক এই সিনেমায় নাসির উদ্দিন খানের চমকপ্রদ সংলাপ হলো ‘আমি
এত ভালো উন্নয়ন করছি, তবুও আমারে ভালোবাসল না কেন…?’ গত শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে
‘৮৪০’–এর ট্রেলার নিজেই শেয়ার করেন নির্মাতা।
এ প্রসঙ্গে
আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই “৪২০”।
প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তা–ও
আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা
মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে!
তা না হলে এটা কোন সাহসে বানালাম?’
উল্লেখ্য, এর
আগে ২০০৭ সালে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসংগতির বিদ্রূপাত্মক উপস্থাপন
করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে আলোচনা সৃষ্টি করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।