গতকাল (১৪ ডিসেম্বর) ইরানে হিজাব না পরে কনসার্টে গান গাওয়ার অপরাধে এক সংগীতশিল্পীকে গ্রেফতার করেন দেশের প্রশাসনিক কর্মকর্তা।
হিজাব ছাড়াই ইউটিউবে প্রকাশিত এক ভার্চুয়াল কন্সার্টে গান গাওয়ার অপরাধে শাস্তির সম্মুখীন হয়েছেন ইরানের ২৭ বছর বয়সী এক সঙ্গীতশিল্পী। তাঁর নাম পারাস্তু আহমাদি। খবরটি নিশ্চিত করে টাইমস অফ ইসরায়েল।
গতকাল (১৪ ডিসেম্বর) ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহর থেকে এই গায়িকাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তাঁর আইনজীবী মিলাদ পানাহিপুর।
প্রতিবেদন থেকে জানা যায়, কাঁদ খোলা কালো পোশাক পরে গান গাওয়ার কারণে ইরানের সরকার গায়িকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে। কনসার্টটিতে কোনো দর্শক ছিল না। এটি শুধু অনলাইনেই সম্প্রচারিত হয়েছে। আর ১২ ঘন্টার মধ্যে এই ভার্চুয়াল কন্সার্টটির ভিউ হয় ৭৪,০০০। যদিও ইরানে ইউটিউবের প্রবেশাধিকার। সীমিত।
সূত্রঃ এনডিটিভি