× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্ঘটনায় আহত অভিনেতা পাভেল

বিনোদন ডেস্ক।

১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৮ পিএম । আপডেটঃ ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২ পিএম

একটি নাটকের দৃশ্যে পাভেল। ছবিঃ সংগৃহীত।

দেশের ছোটপর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে বিচিত্র সব চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই দর্শকমনে আসন পাকা করে নিয়েছেন সাইদুর রহমান পাভেল। জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে তিনি বজরা বাজার মানিক, ফিমেল নাটকে তিনি মুদি আনোয়ার, আবার টিক্কা নাটকে তিনি চেয়ারম্যানের বখাটে ছেলে মিলু। সম্প্রতি নির্মাতা কাজল আরেফিন অমি'র ওয়েব ফিল্ম 'হাউ সুইট' এর শ্যুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন পাভেল।

কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় পাভেল ছাড়াও অভিনেতা অপূর্ব ও তাসনিয়া ফারিণ আহত হয়েছেন।

আহত পাভেল সবশেষ অবস্থা নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কৃতজ্ঞতাবোধ ওই মানুষগুলোর প্রতি, যারা আমার কঠিন সময়ে পাশে ছিলেন। বিশেষ করে আমার মেন্টর কাজল আরেফিন অমি ভাই, জিয়াউল ফারুক অপূর্ব ভাই, আরফান মৃধা শিবলু ভাই, অ্যাডওয়ার্ড ভাই, বন্ধু পলাশ, বন্ধু তৌহিদ, ছোট ভাই শিমুল, সজীব, মামুন, রিজভী, তাওসিফ, নিরব, বিথী আপুসহ যারা আমার পাশে থেকে সাহস জুগিয়েছেন যারা হাসপাতালে আমাকে দেখতে এসেছেন ফোনে আমার খোঁজ-খবর নিয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ, ভালো কিছু হবে। সবাইহাউ সুইট' সঙ্গে থাকবেন। আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।


এর আগে, হাউ সুইটনামের ওয়েব ফিল্মের নির্মাতা অমি তাদের সবশেষ অবস্থা নিয়ে জানিয়েছেন, খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা হাউ সুইট। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শুটিং এর সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে।অপূর্ব ভাইয়া আল্লাহ এর রহমতে বড় কোনো ইনজুরড হয়নি কিন্তু আমাদের পাভেল আর ফারিন ইনজুরড।ডাক্তার জানায় খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে।ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়।

'হাউ সুইট' ওয়েবফিল্মটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল, বাচ্চু, শিমুল শর্মা সহ আরও অনেকে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.