× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন, বাড়ল ‘পুষ্পা টু'র আয়

বিনোদন ডেস্ক।

১৫ ডিসেম্বর ২০২৪, ২১:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

‘পুষ্পা টু: দ্য রুল' -এর প্রিমিয়ারের দিন সিনেমা হলে আল্লু অর্জুন আসবেন এই খবরে ওই হলের আশেপাশে প্রচুর লোকসমাগম হয়। এতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু ঘটে। এই ঘটনায় নিহত নারীর পরিবারের মামলায় এক রাত জেলেও কাটাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনকে।

আল্লু অর্জুন শুক্রবার (১৩ ডিসেম্বর) যখন গ্রেপ্তার হন সেদিন বক্স অফিসে প্রায় ৩২.৬৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। তবে নায়কের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই শনিবার (১৪ ডিসেম্বর) সেই আয়ের পরিমাণ বেড়ে যায় দ্বিগুন। এদিন পুষ্পা'র আয়ে যোগ হয়েছে আরও ৬৩ কোটি টাকা।

সিনেমা মুক্তির প্রথমদিনেই 'পুষ্পা টু' খাতা খুলেছে ১৬৪.২৫ কোটি টাকা দিয়ে। এরপর প্রথম শুক্রবারে ৯৩.৮ কোটি টাকা আয় করলেও সপ্তাহান্তে শনি ও রবিবার ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি টাকা আয় করে এই ছবি।

এরপর সোম থেকে বৃহস্পতিবারে ছবির আয়ের পরিমাণ ছিল যথাক্রমে- ৬৪.৪৫ কোটি, ৫১.৫৫ কোটি, ৪৩.৩৫ কোটি এবং ৩৭.৪৫ কোটি টাকা। ফলে পুরো ভারতে পুষ্পা টু-এর প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল ৭২৫.৮ কোটি টাকা।

অন্যদিকে বিশ্ব বক্স অফিসে ইতোমধ্যেই ষষ্ঠ ভারতীয় ছবি হিসাবে ১১০০ কোটির গণ্ডি ছাপিয়ে গিয়েছে আল্লুর ছবি। জওয়ান কেজিএফ-এর রেকর্ড খুব সহজেই ভাঙবে পুষ্পা টু।

১৩ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারেপুষ্পা টু: দ্য রুল' -এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার হন অভিনেতা।

তবে গ্রেফতারের পরপর বক্স অফিস আয়ের এই উল্লম্ফন দেখে বলাই যায় দাগ থেকে যদি ভাল কিছু হয় তবে দাগই ভাল!

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.