বাংলাদেশ সময় গতকাল (১৭ ডিসেম্বর) রাতে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। দূর্ভাগ্যক্রমে সেই তালিকায় ভারতের ‘লাপাতা লেডিস’ ও বাংলাদেশের ‘বলী’ দুটি সিনেমার একটিও জায়গা পায় নি।
৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারত থেকে কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’ ও বাংলাদেশ থেকে ইকবাল হোসাইন পরিচালিত সিনেমা ‘বলী’ মনোনীত করা হয়েছিল।
কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমাটি ভারতের গ্রামীণ গৃহবধূদের নিয়ে নির্মাণ করা হয়েছিল। আর ইকবাল হোসাইন পরিচালিত ‘বলী’ সিনেমাটি নির্মাণ করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী (রেসলিং) খেলাকে উপজীব্য করে। তবে সিনেমা দুটি অস্কারের দৌড় থেকে ছিটকে পড়ে বিশ্বমঞ্চে পৌঁছানোর সুযোগ পেলো না।
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ভারত থেকে ‘লাপাতা লেডিস’ স্থান না পেলেও ভারতীয় নির্মাতা সন্ধ্যা সুরি পরিচালিত হিন্দি ভাষার ‘সন্তোষ’ সিনেমাটি স্থান পেয়েছে। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি যুক্তরাজ্য থেকে জমা পড়েছিল।
তালিকায় চলতি বছরের আলোচিত সিনেমা জ্যাক অদিয়াঁরের ‘এমিলিয়া পেরেজ’ ছয়টি মনোনয়ন পেয়েছে। সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দে অভিনীত আরেকটি আলোচিত সিনেমা ‘উইকেড’ পেয়েছে চারটি মনোনয়ন।
উল্লেখ্য, একাডেমির ভোটাররা আগামী ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ২৩টি বিভাগে ভোট দিতে পারবেন। চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি। ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন কোনান ও ব্রায়েন।