× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৯৭ তম অস্কারের সংক্ষিপ্ত তালিকা

বিনোদন ডেস্ক।

১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০০ পিএম । আপডেটঃ ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। প্রতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বসে এই আসর। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৯৭তম আসরের পুরস্কার। এর আগে গতকাল (১৭ ডিসেম্বর) ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। খবর : ভ্যারাইটি


নিচে একটি টেবিল আকারে ২০২৫ সালের ৯৭তম অস্কার মনোনয়ন সম্পর্কিত তথ্য দেওয়া হলো:


অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা 

বিভাগ

মনোনয়ন তালিকা

  



ডকুমেন্টারি ফিচার ফিল্ম 

বিবি ফাইলস, ব্ল্যাক বক্স ডায়েরি, ডাহোমে, ডটারস, এনো, ফ্রিদা, হলিউডগেট, নো আদার ল্যান্ড, পোসিলিন ওয়ার, কুইনডম, দ্য রিমারকেবল লাইফ অফ ইবেলিন, সাউন্ডট্র্যাক টু অ্যা কুপ ডি'এটা, সুগারকেন, ইউনিয়ন, উইল এবং হার্পার।






 ডকুমেন্টারি শর্ট ফিল্ম



চেসিং রু, ডেথ বাই নামবারস, ইটারনাল ফাদার, আই অ্যাম রেডি, ওয়ার্ডেন, ইনসিডেন্ট, ইনস্ট্রুমেন্ট অফ বিটিং হার্ট, কিপার, মাকাইলার ভয়েস:অ্যা লেটার টু দ্য ওয়ার্ল্ড, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ইক্রেন, দ্যা অনলি গার্ল অফ অর্কেস্ট্রা, প্ল্যানেটওয়াকার, দ্যা কুইল্টারস, সিট ৩১ : জোয়ি জেফার, অ্যা সুইম লেসন, আনটিল হি ইজ ব্যাক।





 আন্তর্জাতিক ফিচার ফিল্ম

ব্রাজিল : আই অ্যাম স্টিল হিয়ার, কানাডা : ইউনিভারসাল ল্যাঙ্গুয়েজ, চেক প্রজাতন্ত্র : ওয়েভস, ডেনমার্ক : দ্য গার্ল উইথ দ্য নিডল, ফ্রান্স : এমিলিয়া পেরেজ, জার্মানি : দ্য সিড অফ স্যাক্রেড ফিগ, আইসল্যান্ড : টাচ, আয়ারল্যান্ড : নিক্যাপ, ইতালি : ভার্মিগ্লিও, লাটভিয়া : ফ্লো, নরওয়ে : আরমান্ড, প্যালেস্তাইন : ফ্রম গ্রাউন্ড জিরো, সেনেগাল : ডাহোমে, থাইল্যান্ড : হাউ টু মে মেক মিলিয়নস বিফোর গ্র্যান্ডমা ডাইস, ইউনাইটেড কিংডম : সন্তোষ।






 অরিজিনাল সংগীত

ফরবিডন রোড (বেটার ম্যান), উইনটার কোট (ব্লিটজ), কম্প্রেস/রিপ্রেস (চ্যালেঞ্জার্স), নেভার টু লেট (এলটন জন: নেভার টু লেট), এল মাল, ছবি (এমিলিয়া পেরেজ), মি ক্যামিনো (এমিলিয়া পেরেজ), সিক ইন দ্য হেড (নিক্যাপ), বিয়ন্ড (মোয়না ২), টেল মি ইট ইস ইউ (মুফাসা: দ্য লায়ন কিং), পিস বাই পিস (পিস বাই পিস), লাইক অ্যা বার্ড (সিঙ্গ সিঙ্গ), দ্য জার্নি (দ্য সিক্স ট্রিপল এইট), আউট অফ ওকলাহোমা (টুইস্টারস), কিস দ্য স্কাই (দ্য ওয়াইল্ড রোবট), হার্পার অ্যান্ড উইল গো ওয়েস্ট (উইল অ্যান্ড হার্পার)।

অরিজিনাল মিউডিক স্কোর

১৫টি সিনেমা

অ্যানিমেটেড শর্ট ফিল্ম

১৫টি সিনেমা

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম

১৫টি সিনেমা

সাউন্ড

১৫টি সিনেমা

মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং

১৫টি সিনেমা

ভিজুয়্যাল এফেক্ট

১৫টি সিনেমা

চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ

৮-১২ জানুয়ারি, ২০২৫

মনোনয়ন তালিকা ঘোষণা

১৭ জানুয়ারি, ২০২৫

পুরস্কার প্রদান অনুষ্ঠান

২ মার্চ, ২০২৫, ডলবি থিয়েটার, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.