× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশি শ্রোতাদের উদ্দেশ্যে রাহাত ফতেহ আলী খানের ভিডিওবার্তা

বিনোদন ডেস্ক।

১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্ট মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এর আগেই ঢাকার শ্রোতাদের উদ্দেশ্যে একটি ভিডিওবার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলী খান।

ভিডিওবার্তায় রাহাত ফতেহ আলী খান বলেন, আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই আসসালামু-আলইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সকলের জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।

পাকিস্তানি এই শিল্পী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সকলের সাথে দেখা করব।

রাহাত ফতেহ আলি খান ভিডিওবার্তায় আরও বলেছেন, ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকাতে সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জয়গান গেয়ে ভিডিওবার্তাটি শেষ করেন কিংবদন্তি এই শিল্পী। তিনি বলেন, ‘২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোন বোনদের সাথে দেখা হবে ইনশা-আল্লাহ। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.