ঢাকাবাসী
সংগীতানুরাগীদের জন্য বড় একটি আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট'। এটি বাংলাদেশে লোক
সংগীতের সবচেয়ে বড় আসর যা রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৯ সাল পর্যন্ত টানা ৫ বার আয়োজিত
হয়েছে। তিনদিন ব্যাপী এই আয়োজন নিয়ে সারাবছর ধরে অপেক্ষায় থাকেন ভক্তরা। গত অক্টোবরে
সান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে রাজধানীর আর্মি স্টেডিয়ামে
‘ফোক ফেস্ট' আয়োজন করার ঘোষণা দিলেও এবারে আয়োজকরা জানাচ্ছে ভিন্ন কথা।
২০১৯ সালের
পর করোনা মহামারি এবং করোনা পরবর্তী দিনগুলোতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আর আয়োজন
করা হয়নি 'ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট'-এর। যেখানে বাংলাদেশের প্রতিটি ধূলিকণায় মিশে
আছে লোকসঙ্গীতের প্রাণ, যেখানে লোকসংগীত বাঙালি জাতির ঐতিহ্য সেখানে 'ফোক ফেস্ট' হবে
না তা কি করে হয়?
তাই তো টানা
৫ বছর পর ২০২৫ সালের জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ফোক
ফেস্ট' এর ৬ষ্ঠ আসর আয়োজন করার কথা ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন।
ঘোষণার পর
থেকেই ভক্তরা উন্মুখ হয়ে ছিলেন। তবে দর্শক-ভক্তদের উন্মাদনায় পানি ঢেলে দিয়েছে আয়োজক
প্রতিষ্ঠান।
বুধবার দুপুরে সান কমিউনিকেশনস-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ
ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘোষণা অনুযায়ী আমরা আসছে জানুয়ারিতে আর্মি
স্টেডিয়ামে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দেশ বিদেশের শিল্পী,
সংগীতজ্ঞদেরও শিডিউল নেওয়া হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা ভেন্যু জটিলতার কারণে
আপাতত ফোক ফেস্ট এর আয়োজনটি স্থগিত করছি।’
তানভীর
হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেন্যু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই কনসার্ন। সিকিউরিটি একটা বড় ইস্যু। আতিফের
কনসার্ট নিয়েও ভেন্যু কর্তৃপক্ষের অভিজ্ঞতা ভালো না, তার ওপর ট্র্যাফিক নিয়েও তারা কনসার্ন। সবকিছু বিবেচনা করেই বলা যায়, আপাতত ‘ফোক ফেস্ট’-এর আসন্ন আয়োজনটি
স্থগিত করা হয়েছে।’
বিকল্প
ভেন্যু নিয়ে কোনো চিন্তা আছে কিনা, সে প্রসঙ্গে সান
কমিউনিকেশনস এর এই কর্মকর্তা
বলেন, ‘বিকল্প ভেন্যু ভাবছি না। আপাতত স্থগিতই করছি। আমাদের প্রস্তুতি যেহেতু পুরোদমে নেওয়া, তাই আমরা চেষ্টা করবো ভেন্যুটা যেন পাই। পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আমরা অনুষ্ঠানটা এখানেই করতে চাই।’