সাড়ে তিন
বছর বয়সে লিনজা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন
স্বাগতা। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন সম্মান, সতীপুত্র আবদুল্লাহ ও টপ মাস্তান
চলচ্চিত্রে। ২০০৬ সালে প্রয়াত চিত্রনায়ক মান্নার বিপরীতে শত্রু শত্রু খেলা চলচ্চিত্রে
অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মত কোন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর
ছোটপর্দা বড়পর্দা মিলিয়ে করেছেন অনেক কাজ। সংস্কৃতিমনা পরিবারে বড় হওয়া এই অভিনেত্রী
ও সংগীতশিল্পী এ বছরের শুরুতে দ্বিতীয়বারের মত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
দীর্ঘদিনের
প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে লিভ টুগেদার করতেন জানিয়ে সম্প্রতি
এক সাক্ষাৎকারে স্বাগতা বলেন, বিয়ের আগে হাসানের সঙ্গে ১ বছর লিভ
টুগেদারে ছিলেন তিনি। সেখান থেকেই দু'জনে সিদ্ধান্ত
নেন বিয়ের।
স্বাগতা
বলেন, ‘আমি আর হাসান এক
বছর লিভ টুগেদার করেছি। তারপর দু'জন দু'জনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি।’
অভিনেত্রী
জানান, তাদের লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না। তিনি বলেন, ‘আমরা
যখন লিভ টুগেদার করেছি, আমাদের দু’জনের বাবা-মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা
ছিল না। এমনকি আমার ভাই-বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা,
এরপর জীবনটা শেষ হয়ে গেল...তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারাজীবন থাকতে পারবে
নাকি। তারপর সিদ্ধান্ত নিও।’
স্বাগতা আরও
বলেন, ‘সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা
স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে,
লিভ টুগেদারও নরমালাইজ হবে।’