× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হলের সিঁড়িতে বসে 'প্রিয় মালতী' দেখলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক।

২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিশ্বব্যাপী বড় বড় সব আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রিমিয়ারের পর আজ (২০ ডিসেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভেনেত্রী মেহজাবীন চৌধুরীর ২য় সিনেমা ' প্রিয় মালতী'। বাংলাদেশে প্রিমিয়ারের প্রথম দিনে হলে মেহজাবীনকে দেখা গেল সিঁড়িতে বসে আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে আপলোড করা এক ছবিতে দেখা গেছে হলের সিঁড়িতে বসে সিনেমা দেখছেন মেহজাবীন। ঐ পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ভক্তদের জন্য নিজের সিট ছেড়ে দিয়ে সিনেমাহলের সিঁড়িতে বসে সিনেমা উপভোগ করেছেন মেহজাবীন। পোস্টটি মেহজাবীন তার নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন।

এদিকে অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর 'প্রিয় মালতী'র পোস্টার সাঁটিয়ে বিপদে পড়েন মেহজাবীন। এ নিয়ে পরে শিক্ষার্থী ও জনসাধারণের সমালোচনার তোপের মুখে খানিক বাদে এসে নিজে এসেই সেই পোস্টার ছেঁড়েন এই অভিনেত্রী। এই প্রসঙ্গ টেনে পোস্টের কমেন্ট বক্সে সানজিদা আক্তার লিখেছেন, ‘বেচারি পাবলিকের চোখে ভালো সাজতে এদের যে কত নাটকই করতে হয়।

নুসরাত জাহান নামে আরেক নেটিজেনের কথায়, ‘বাঙালি এইসব আর খায়না আপু।' আরেকজনের ভাষ্য, ‘ভক্তরা আপনার জন্য একটা সিট ছাড়তে পারলো না এটা বললে তো হতো।

‘শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী' যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.