× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

জুরিবোর্ডের দায়িত্ব পেলেন ইলিয়াস কাঞ্চন-বাঁধন

বিনোদন ডেস্ক।

২০ ডিসেম্বর ২০২৪, ২০:৪৬ পিএম । আপডেটঃ ২০ ডিসেম্বর ২০২৪, ২০:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০২৫ সালের ১১ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা প্রদর্শিত হবে ৯ দিন ব্যাপী এই উৎসবে। এবারের আসরে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন থাকবেন জুরিবোর্ডে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধন নিজেই জানিয়েছেন তথ্য। ছাড়া উৎসবের অফিশিয়াল সাইটেও প্রকাশ করা হয়েছে তথ্যটি।

প্রসঙ্গে গণমাধ্যমকে বাঁধন বলেন, এটা আমার জন্য অনেক সম্মানের। ভীষণ ভালো লাগছে। দেশের কোনো উৎসবে প্রথমবার জুরি হিসেবে থাকতে পারছি। এর আগে আমি অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছি। ছাড়া আরও বড় কয়েকটি উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে। অনলাইনে জুরির কাজ করেছি। সেখানে নানা রকম সিনেমা দেখেছি, নানা রকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

অভিনেত্রী বলেন, এর আগে বেলজিয়ামের ব্রাসেলসের আই অ্যাম টুমরো চলচ্চিত্র উৎসব ভারতের বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে অনলাইনে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার আমি ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে নিজে উপস্থিত থাকব। উৎসবে সিনেমা দেখব, অন্য জুরিদের সঙ্গে আড্ডা হবে, সিনেমা নিয়ে কথা হবে, সেটি আমার জন্য ভীষণ এক্সাসাইটিং ব্যাপার।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালের ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা যায়, ওমেন ফিল্মমেকার বিভাগে জুরি হিসেবে বাঁধনের সঙ্গে দায়িত্ব পালন করবেন আরও তিনজন। তারা হলেন অভিনেত্রী নির্মাতা লিসা গাজী, চীনের প্রযোজক চলচ্চিত্র সমালোচক মেই পো রেইনবো ফঙ এবং ইরানি অভিনেত্রী হোদা মোগহাদ্দাম মানেশ।

অপরদিকে এবারের আসরে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘এর আগেও একবার এই উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর তারা অনুরোধ জানালেও আমি সময় করতে পারিনি। বছর আবারও দায়িত্ব নিয়েছি। চেষ্টা করব, আমার ওপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার।

এছাড়াও এই বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য আছেন- নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.