ছাত্র-জনতার
গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। পরবর্তীতে
এই সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
কিছুদিন আগেই ফারুকী তাঁর নতুন পলিটিকাল স্যাটায়ার সিনেমা ‘৮৪০' তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট
লিমিটেড মুক্তি দিয়েছেন। মুক্তির পরপরই বিপত্তিতে পড়েছেন সিনেমাটির প্রযোজক-অভিনেত্রী
নুসরাত ইমরোজ তিশা।
বর্তমানে
সিনেমা হলে চলছে তার নির্মিত সিনেমা ‘৮৪০' তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড' । আগামীকাল (৩
জানুয়ারি) দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে সিনেমাটি।
এ
উপলক্ষে গত ১ জানুয়ারি
এক সংবাদ সম্মেলনে মুখোমুখি হন সিনেমার প্রযোজক-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে এ দিন হাজির
হন তিনি।
এ
সময় তিশাকে প্রশ্ন করা হয়, ২০ দিনে কতটা
ব্যবসা করেছে সিনেমাটি? জবাবে অভিনেত্রী বলেন, প্রথম দিন থেকে মানুষ সিনেমাটি দেখছে। বিশেষ করে শিক্ষার্থীরাই বেশি দেখছে। ব্যবসা নিয়ে খুব একটা বেশি ভাবছি না আমরা। মানুষের
কাছে যেন সিনেমাটি পৌঁছায় চেষ্টা করে যাচ্ছি আমরা।
অভিনেত্রী
আরও বলেন, হলে মুক্তির পর এবার দেশের
তিনটি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে সিনেমাটি। এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনও ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ, দর্শক সিনেমাটি দেখতে চায়।
তিশা
বলেন, ৩ জানুয়ারি থেকে
চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভি-তে
সম্প্রচার করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত
চলবে এই সম্প্রচার। চ্যানেল
আইতে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে, আরটিভিতে
রাত ৮টায় এবং দীপ্ত টিভিতে প্রচার হবে রাত সাড়ে ১০টায়।
আওয়ামী
লীগ সরকারের দুঃশাসনের পটভূমি নিয়ে নির্মিত এই সিনেমা মুক্তির
পর প্রযোজক হিসেবে কোনো হুমকি পেয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, ‘হ্যাঁ পেয়েছি। দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এ সিনেমাটি প্রচারের
পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছি আমি। সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছড়িয়ে দেওয়া হয়েছে।'