× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূমিকম্পের সময় ব্যায়াম করছিলেন মনীষা কৈরালা

বিনোদন ডেস্ক।

০৭ জানুয়ারি ২০২৫, ১৯:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

নেপালি অভিনেত্রী মনীষা কৈরালা দর্শকমনে জায়গা করে নিয়েছেন বলিউডে একের পর এক হিট সব সিনেমা উপহার দিয়ে। আজ তার নিজভূমে রিখটার স্কেলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় কি করছিলেন এই অভিনেত্রী?

আজ ( জানুয়ারি) সকালে কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে দেখা যায় তাকে। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মনীষা একটি ভিডিও করেন। ঘন নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে শরীরচর্চা করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও প্রকাশ করেহ্যাশট্যাগ আর্থকোয়েকদিয়ে তিনি লিখেছেন, ‘সকালে ভূমিকম্প আমাদের জাগিয়ে দেওয়ার পরে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, . তীব্রতার জোরালো ভূমিকম্পের মাঝেও অভিনেত্রী মনীষা কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে ঘন নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে শরীরচর্চা করতে দেখা গেছে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে সুভাষ ঘাইয়েরসওদাগর'  ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু করেন। ১৯৯৪ সালে বিধু বিনোদ চোপড়ার১৯৪২: লাভ স্টোরি'  ছবি থেকে তার উত্থান।

২০১২ সালে অভিনেত্রীর শরীরে ক্যানসারের উপস্থিতি ধরা পড়ে। যদিও দীর্ঘ চিকিৎসার পর এখন ভালো আছেন তিনি, ফিরেছেন বলিউডেও। ২০২৪ সালে সঞ্জয় লীলা বানসালীর ‘হীরামন্ডীতে তার ‘মালিকাজান' চরিত্রটি নতুন করে আলো ফেলেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.