× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন বারান্দায় মোটা কাঁচ টানলেন বলিউড সুলতান সালমান?

বিনোদন ডেস্ক।

০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। ইদানীং তিনি একের পর এক হুমকি পাচ্ছেন। তাই সময়ের সাথে সাথে বাড়ছে তাঁর নিরাপত্তা। 

নতুন বছরের শুরুতেই অভিনেতার বাড়িতে বাড়তি নিরাপত্তার জন্য তৈরি করা হলো ঘেরাটোপ। তাঁর গ্যালাক্সি অয়াপার্টমেন্টের বারান্দায় বসানো হয়েছে বুলেটপ্রুফ কাঁচ। 


মুম্বাইয়ের পুলিশ অভিনেতা সালমানের বাড়ির চারপাশে আরও নিরাপত্তা বাড়াচ্ছে বলে শোনা যাচ্ছে। বাড়ির বেশ কিছু অংশ বদল করা ছাড়াও আজ (৭ জানুয়ারি) সালমান খানের বাড়ির চারপাশে লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাঁচের দেওয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ও ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। 


এর আগে এই বারান্দাটি পর্দা দিয়ে ঘেরা থাকত। জন্মদিন বা ইদের শুভেচ্ছা জানাতে এই বারান্দা থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেন সালমান। তবে এবার বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঢেকে দেওয়া হল বিশেষ কাচে।


বিশেষ এক সূত্রের জানা যায়, যেভাবে বার বার অভিনেতার কাছে লরেন্স বিষ্ণোই ও তার দলবলের তরফে হুমকি এসেছে, তা দেখে আর কেউ ঝুঁকি নিতে চাইছেন না। তার উপর সম্প্রতি মুম্বাইয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনাও ভাবাচ্ছে মুম্বাই পুলিশকে। গত বছরেই অভিনেতা একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। অভিনেতার সঙ্গে এখন প্রায় সর্বক্ষণ ৪০ জন নিরাপত্তাকর্মী থাকেন।


কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সালমানের আসন্ন ছবি ‘সিকান্দার’। সেই ভিডিওতে তাঁকে বলতে দেখা যায় “শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...” নেটিজেনদের অনুমান, বিশেষ বার্তা শত্রুদের উদ্দেশেই দিয়েছেন সালমান।  ঝলকে সালমানের এই সংলাপ নাকি লরেন্স বিষ্ণোইর জন্যই, এমনটি ধারনা করছে অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.