৮২তম গোল্ডেন
গ্লোব অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে কমলা রঙের লুই ভিটনের এক ড্রেসে নজড়কাড়া লুকে হাজির
হয়েছেন হলিউড অভিনেত্রী জেনডেয়া। তবে এদিন তাঁর বামহাতের রিংফিঙ্গারে একটি হীরার আংটি সবার নজরে
এলে মুহূর্তেই নেটদুনিয়ায় তার বাগদানের খবর উল্কার বেগে ছড়িয়ে পড়েছে।
এবারের
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ‘চ্যালেঞ্জার্স' চলচ্চিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হন জেনডেয়া।
পুরস্কারের আশায় ৫ জানুয়ারি পুরস্কার
প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তার লুই ভিটন গাউন নজর কেড়েছে সবার। তবে তার বাম হাতের আংটিটি ছিল আলোচনার কেন্দ্রে।
জেনডায়ার
হাতে পরা আংটি দেখে অনেকেই সন্দেহ করতে শুরু করেন যে তিনি তার
দীর্ঘদিনের প্রেমিক এবং স্পাইডার ম্যান তারকা টম হল্যান্ডের সঙ্গে
বাগদান সেরেছেন। সোশ্যাল মিডিয়ায় এই আংটি নিয়ে
মুখরোচক সব আলোচনা সৃষ্টি
হয়। তারকার ভক্তরা আংটির আকার এবং ঝলমলে আলো দেখে প্রশ্ন করতে থাকেন, এটি কি সত্যিই বাগদানের
আংটি?
একজন ভক্ত
এক্স (আগের টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই জেনডেয়া ও টমকে বাগদানের
জন্য।' আরেকজন মন্তব্য করেছেন, ‘এটা বাগদানের আংটি নয়। তবে জেনডেয়া এবং টম তাদের সম্পর্ক
লুকিয়ে রাখতে পছন্দ করেন।’আরেকজন বলেন, ‘এটা তো স্পষ্ট যে আংটি
এবং নেকলেসের ডিজাইন একসাথে মিলছে…’
যদিও এখন
পর্যন্ত এই তথ্যের সত্যতা মেলেনি। জেনডেয়া, টম কেউই এখনো এই বিষয়ে মুখ খোলেননি। তবে
সম্প্রতি বেশকিছু টেলিভিশন সাক্ষাৎকারে টম হল্যান্ড জানিয়েছেন আমরা দু'জন একসাথে একই
রুমে থাকি। সবাই এসব নিয়ে অনেক আলোচনা করে আমার এসব মজাই লাগে।