× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেন পাঞ্জাবি রীতিতে বিয়ে করবেন ঋতাভরী?

বিনোদন ডেস্ক।

০৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী প্রেমের জালে ধরা খেলেন বলিউডে। গুঞ্জন চলছিল, ঋতাভরীও আভাস দিয়েছিলেন। গেল দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক ও চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে ছবি প্রকাশ করে প্রেমের রটনাকে ঘটনায় রূপ দিয়েছেন ঋতাভরী।

এরপর বড়দিনে টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষকে। নতুন বছরের শুরুটাও করেছেন ভালবাসার মানুষের বাহুডোরে। এবার সেই চর্চিত প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেডেস্টিনেশন ওয়েডিং' -এর পরিকল্পনা অভিনেত্রীর।

জানা গেছে, বাঙালি ও পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করবেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

বিশেষ দিন বেছেই সবাইকে বিয়ের অনুষ্ঠানে শামিল করতে চান অভিনেত্রী।

সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান', ‘স্ত্রী', ‘চন্দু চ্যাম্পিয়ান', ছবির সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্‌হা অভিনীত ‘দাহাড়' ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান' সিরিজের সংলাপও লিখেছেন তিনি।

উল্লেখ্য ২০২৩ সাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সুমিত অরোরার প্রায় সবগুলো  ছবিতে কমেন্ট করে আসছেন। এরমধ্যে সবচেয়ে মজার কমেন্টটি হল, ' তুমি আমার হিরো'!



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.