'গ্যাংস্টার'
সিনেমা দিয়ে মাত্র ১৭ বছর বয়সে বলিউডে পা রাখা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আজ সময়ের
বিবর্তনে ভারতীয় লোকসভার এমপি। একই সঙ্গে তিনি বলিউডের অন্যতম সিনিয়র অভিনেত্রীদের
একজন। তাঁর নতুন ছবি 'ইমার্জেন্সি' তে তাঁকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী
ইন্দিরা গান্ধীর চরিত্রে। বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত এবার অস্কার
কমিটির ওপর চটেছেন।
সম্প্রতি
তিনি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যেই ছবিগুলি দেশের মান কমায়, সেগুলিই
অ্যাকাডেমি পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।' 'স্লামডগ মিলিয়নেয়ার' ছবিটিকে টেনে
এনে তিনি বলেন, ‘এই ধরনের অখাদ্য ছবিই ভারতের মান নামিয়ে দেবে।’
কঙ্গনা বলেছেন,
অস্কার দৌড়ে ভারতীয় যেসব ছবি স্থান পায়, সেখানে দেখানো হয় দেশের বস্তি, দারিদ্রতার
মতো গল্প! যে সকল ছবি ভারত বিরোধী।
কঙ্গনা বলেন,
‘সাধারণত তারা ভারতের জন্য যে অ্যাজেন্ডা চাপায় তা খুবই আলাদা। আসলে যারা অস্কারের
জন্য ছবি বাছাই করে, তারা দেশবিরোধী। এখন যে সব ছবি প্রশংসা কুড়াচ্ছে, আমি সেগুলি নিয়ে
খুবই উত্তেজিত ছিলাম।’
নিজের ছবির
প্রসঙ্গ টেনে কঙ্গনা আরও বলেন, ‘ইমার্জেন্সি এমন কোনো ছবি নয়। এসব পুরস্কার নিয়ে
আমি কখনোই মাথা ঘামাই না। আমি ভারতীয় পুরস্কার বা পাশ্চাত্যের পুরস্কার, কোনোটা নিয়েই
মাথা ঘামাই না। এই চলচ্চিত্রটি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে এবং এটি একটি আন্তর্জাতিক
মানের চলচ্চিত্র। দেশভেদে রাজনীতি কীভাবে কাজ করে। আমরা জাতীয়তাবাদী হিসেবে, এই পুরস্কার
অনুষ্ঠানগুলিকে বিশেষ পাত্তা দিই না'।