দুই দশকের
ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ভারতীয় অভিনেতা নাভিন কুমার গৌড় ওরফে
ইয়াশ/যশ। তবে লম্বা ক্যারিয়ারে খ্যাতির চূড়ায় উঠেছেন ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'কেজিএফ'
সিনেমার মাধ্যমে। গতকাল (৮ জানুয়ারি) ছিল এই অভিনেতার জন্মদিন। এবারের জন্মদিনটা একটু
ভিন্নভাবে উদযাপন করলেন যশ।
এই
বিশেষ দিনে ভিন্ন এক লুকে দর্শকদের
সামনে হাজির হলেন তিনি। ঠোঁটে চুরুট, মাথায় হ্যাট, লম্বা
দাঁড়িতে ক্যাসিনো দেখা গেল ‘কেজিএফ’ তারকা যশকে। এরপরের দৃশ্যের জন্য প্রস্তত
ছিলেন না নেটিজেনরা। এক সুন্দরীকে কোলে বসিয়ে যশ তার গায়ে ঢেলে দিচ্ছেন মদ।
বিশেষ দিনে
এভাবেই ধরা দিলেন যশ। তবে এটি তার বাস্তবজীবনের অংশ না। জন্মদিনে প্রকাশ পেয়েছে তার
নতুন সিনেমা ‘টক্সিক'-এর টিজার। এক মিনিটের সে ভিডিওতে এমন অবতার যশের।
বছরের শুরুতে
ধুন্ধুমার অ্যাকশন সম্বলিত এমন অবতার দেখে শোরগোল নেট দুনিয়ায়। ছবির নায়িকা হিসেবে
কিয়ারা আদভানীর কথা শোনা যাচ্ছে। তবে শুরুতে নাম উঠেছিল কারিনা কাপুরের। কিন্তু ডেট
নিয়ে সমস্যার কারণে তিনি ফিরিয়ে দেন ছবিটি। গীতু মোহনদাসের পরিচালনায় ছবিটি চলতি বছর
এপ্রিলে মুক্তির কথা রয়েছে।
এদিকে পোস্টারে 'টমিগান' হাতে অনেকটা ব্রিটিশ গ্যাংস্টারদের মত রূপে দেখা গেছে যশকে।