ছবিঃ সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে অবস্থিত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে হলিউড হিলসেও। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঐতিহাসিক ডলবি থিয়েটার, হলিউড বোল, আউটডোর অ্যাম্ফিথিয়েটার ও হলিউড ওয়াক অব ফেমের বেশকিছু অংশ। পুড়েছে নামী-দামী সব তারকাদের মিলিয়ন-বিলিয়ন ডলারের সব ম্যানসন!
ছোট
পর্দা থেকে বড় পর্দা, একাধিক
তারকার বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! চোখের জলে হাহাকার করছেন হলিউড তারকারা।
জানা
গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত
অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের
মতো তারকার বিলাসবহুল বাড়ি।
সাধের
বাড়ি হারিয়ে মাথায় হাত তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কীভাবে
ছড়াল এই ভয়াবহ আগুন।
প্যারিস
হিলটনের কথাই ধরুন। মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। টিভিতে সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। হৃদয়বিদারক
সেই হাহাকারের কথা জানিয়ে প্যারিস লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন
আর কারও না হয়।’
তিনি
আরও জানান, এই বাড়িতে অনেক
মূল্যবান স্মৃতি ছিল। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তার পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ভয়াবহ
অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড' ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে ছাই। কোনওমতে প্রাণে বেঁচেছেন পরিবারের সদস্যরা।
খ্যাতনামী
জেমি লি কার্টিস সামাজিক
মাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ রয়েছে। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। অভিনেত্রী ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাদের জন্য তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচেছেন।
জেমি
লির শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো কিছুই আগুনের ছোবল থেকে রক্ষা পায়নি।
দাবানল
ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তারও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্রুদ্ধ তিনি।
স্থানীয়
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে
কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল।
ক্ষতিগ্রস্তদের তালিকাও ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন
বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে।
লস
অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান, আগুন হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নের কাছে নতুন করে ছড়িয়ে পড়েছে। তাই আরও অনেক মানুষকে সরে যেতে হয়েছে। হলিউড হিলসসহ লস অ্যাঞ্জেলেস কাউন্টির
অন্তত ছয়টি জায়গা দাবানলের কবলে পড়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলেছে, ছয়টি জায়গার দাবানলের মধ্যে চারটি একেবারেই নিয়ন্ত্রণ করা যায়নি। লস অ্যাঞ্জেলেসের এই দাবানলকে ডাকা হচ্ছে ‘সানসেট ফায়ার’ নামে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ বলেছে, বুধবার দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে।
ফায়ার
সার্ভিসের কর্মীদের কেউ স্থলভাগে থেকে, আবার কেউ হেলিকপ্টারে চড়ে ওপর থেকে আগুন নিয়ন্ত্রণে জোরেশোরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে
পরিস্থিতি সামলাতে ঐতিহাসিক এলাকা হলিউড হিলসের কিছু সড়ক খালি করার নির্দেশ দেওয়া হয়। কারণ দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছিলেন।
এ
বিষয়ে লস অ্যাঞ্জেলস ফায়ার
ডিপার্টমেন্টের (এলএএফডি) মার্গারেট স্টুয়ার্ট বলেন, ‘আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। আমরা চাই না মানুষ আটকে
থাকুক। আমরা চাই সবাই নিরাপদে বেরিয়ে আসুক।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh