জনপ্রিয়
ভারতীয় সঙ্গীতশিল্পী কুমার শানু। বলিউডের 'মেলোডি কিং' খ্যাত এই শিল্পী সুদীর্ঘ ৪২
বছরের ক্যারিয়ারে হিন্দি ভাষা ছাড়াও গান গেয়েছেন মারাঠি, নেপালি, অসমিয়া, ভোজপুরি,
গুজরাটি, তামিল, তেলেগু, কান্নাডা, পাঞ্জাবি, উর্দু সহ প্রায় ৩০টিরও বেশি ভাষায়। কুমার
শানু হিসেবে পরিচিত হলেও এই শিল্পী আসল নাম কেদারণাথ ভট্টাচার্য্য। ক্যারিয়ারের শুরুর
দিকে সাবেক স্ত্রী রিতা ভট্টাচার্য্যের সঙ্গে বিবাহিত থাকাকালীন সময়েই পরকীয়ায় জড়িয়ে
পড়েছিলেন কুমার শানু।
শিল্পীর
পরকীয়া প্রেমিকা অভিনেত্রী কুনিকা সদানন্দও সেই সম্পর্কের কথা অকপটে স্বীকার করে নেন।
তাদের ছয় বছরের সম্পর্ক বিবাহ বহির্ভূত হলেও তাতে আপত্তি নেই তার।
সম্প্রতি
কুনিকা এক সাক্ষাৎকারে দাবি
করেন, গায়ক অসুখী দাম্পত্য সম্পর্কে ছিলেন। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্য্য শানুর ওপর মানসিক নির্যাতন চালাতেন। আর এর জেরেই
ডিপ্রেশনে চলে যান।
এক্
পুরোনো ঘটনা শেয়ার করে কুনিকা দাবি করেন, ‘আমরা একসাথে ডিনার করছিলাম, এবং শানু মদের ঘোরে ছিলেন। তিনি কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তার বোন, ভাগ্নে এবং আমি তাকে ধরে রেখেছিলাম।’
কুনিকা
বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কারণ তিনি সত্যিই কষ্ট পাচ্ছিলেন। তিনি বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে
যেতে চাননি। তাকে শান্ত করার পর আমি তাকে
তার সন্তান ও কাজের প্রতি
তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম। আমি মনে করি, ওই মুহূর্তটি আমাদের
আরও কাছাকাছি নিয়ে এসেছিল। এরপর তিনি ফিরে এসে আমার পাশের একটি ফ্ল্যাটে চলে আসেন। আমরা খাবার বিনিময় শুরু করলাম। এভাবেই সম্পর্কের শুরু।'
কুমার
শানুকে স্বামীর চোখে দেখতেন কুনিকা। শানুর সেই পরকীয়া প্রেমিকা এও জানান, তারা
ছয় বছর ধরে সম্পর্কে থাকলেও শানুর পরিবার এবং তার সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন
রেখেছিলেন।