দক্ষিণী সিনেমার
'বাহুবলী' প্রভাস। তামিল, তেলেগু, কান্নাডা ইন্ডাস্ট্রিগুলোর এখন এত দাপট থাকার কারণে
দক্ষিণী তারকারা বলিউডের দিকে খুব কমই নজর দেন। যদিও বিভিন্ন ইন্ডাস্ট্রির যৌথ প্রযোজনায়
অনেক তারকা মাঝেমধ্যে ভাল সিনেমার প্রস্তাব পেলে হিন্দি ছবিতে অভিনয় করেন। এমনই এক
সিনেমা তাও আবার 'পাঠান'-এ অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস।
২০২৩
সালে মুক্তি পাওয়া এই ছবিতে শাহরুখ
খান ছিলেন মুখ্য চরিত্রে। প্রভাসকে যখন সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান'-এ অভিনয়ের প্রস্তাব
দেন, তখন প্রভাস ভেবেছিলেন তাকে প্রধান চরিত্রে নেওয়া হবে।
তবে
এরপরই অভিনেতা জানতে পারলেন, শাহরুখ খানই মুখ্য চরিত্রে অভিনয় করছেন। যে কারণে প্রভাস
সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
প্রভাসের
মতে, তিনি এমন কোনও সিনেমায় কাজ করতে চান, যেখানে তার চরিত্রটিই হবে সিনেমার মূল চরিত্র। আর ‘পাঠান’-এ সেই সুযোগ
তিনি পাবেন না। ফলে প্রস্তাবে হ্যাঁ বলার কথা ভাবেননি এক মুহূর্তের জন্যও।
এছাড়াও
প্রভাস সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত' ছবিতেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া এই ছবিতে রতন
সিংহের চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ, যেখানে অভিনয় করেন শাহিদ কাপুর।
এই
চরিত্রের জন্য নাকি প্রথমে প্রভাসকেই পছন্দ করা হয়েছিল। কিন্তু অভিনেতা সেই চরিত্রের প্রস্তাব নাকচ করেন। জানা যায়, তখন প্রভাস ‘বাহুবলী ২’-এর শুটিং
নিয়ে ব্যস্ত ছিলেন, তবে সেটি প্রধান কারণ ছিল না।
প্রভাস
চরিত্রটির গল্প পড়ার পর বুঝেছিলেন যে,
রতন সিংহের চরিত্রে তার আগ্রহ নেই। ‘বাহুবলী ২’ ছবির মতো
তার চরিত্রে এখানে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাচ্ছিলেন না।