× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৪ ফেব্রুয়ারি আসছে ব্ল্যাকপিংকের জিসুর নতুন গান

বিনোদন ডেস্ক।

২২ জানুয়ারি ২০২৫, ১৭:১০ পিএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৫, ১৭:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার মেয়েদের জনপ্রিয় গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিংক'। ভালোবাসা দিবসে আসছে সেই ব্যান্ডের জনপ্রিয় শিল্পী কিম জিসুর একক অ্যালবাম। তবে এই অ্যালবামের নাম এখনো জানা যায়নি।

দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদমাধ্যম সুমপি ডটকমের এক প্রতিবেদন থেকে জানা যায়, জিসুর এজেন্সি ব্লিসু এন্টারটেইমেন্ট জানিয়েছে ১৪ ফেব্রুয়ারি এই অ্যালবাম প্রকাশ হবে। এটি জিসুর ক্যারিয়ারের দ্বিতীয় অ্যালবাম। এর আগে জিসুর ‘মি’ নামের অ্যালবামটি এসেছিল ২০২৩ সালে। ওই বছরই মার্চে ‘ফ্লাওয়ার’ গান দিয়ে একক ক্যারিয়ারে যাত্রা শুরু করেন এই ব্ল্যাকপিংক তারকা। এছাড়া ইউকে অফিসিয়াল সিঙ্গেলস চার্টে ৩৮ নম্বরে তখন জায়গা করে নেয় ‘ফ্লাওয়ার’ গানটি। আইটিউনসে বিশ্বের ৫৭ দেশে শীর্ষ স্থানে ও স্পটিফাইয়ের বৈশ্বিক তালিকার ষষ্ঠ অবস্থানেও নাম লেখায় গানটি।

গানের পাশাপাশি অভিনয় জগতেও বেশ জনপ্রিয় জিসু। তিনি 'নিউটোপিয়া' নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন; যা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে প্রচার হবে। এর আগে, 'স্নোড্রপ' নামের একটি নাটকেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জিসু।

২০১৬ সালের ৮ অগাস্ট কোরিয়ানমেয়েদের মিউজিক ব্যান্ড ব্ল্যাকপিংকের যাত্রা শুরু। ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ‘স্কয়ার ওয়ান’ যেখানে  অ্যালবামে ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ এই গান দুটি ছিল। শুরু থেকেই ব্ল্যাকপিংকের সঙ্গে রয়েছেন কিম জিসু।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.