× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা

২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮ পিএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৫, ১৯:০৩ পিএম

চিত্রনায়িকা নিঝুম রুবিনা ছবি: সংগৃহীত

দেশে নাগরিক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। ছিনতাই ও অপহরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ দিন দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবার এমনই এক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।


মঙ্গলবার (২১ জানুয়ারি) এক দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন নিঝুম। গাড়ি থেকে লাফিয়ে নিজের প্রাণ রক্ষা করেছেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।


গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিঝুম জানান, “আমি ড্রাইভিং পারি না, আর আমার স্বামীও বাসায় ছিলেন না। তাই বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার ডাকি। কিন্তু চালক হাতিরঝিল থেকে সোজা ধানমন্ডির দিকে না গিয়ে গুলশানের দিকে যেতে থাকে। জিজ্ঞেস করলে চালক বলেন, ‘আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকুন।’ রাস্তা ফাঁকা থাকার পরও সে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে গুলশান রোডে ঢুকে পড়ে।”


পরিস্থিতি সন্দেহজনক মনে হলে গাড়ি থামানোর অনুরোধ করেন নিঝুম। তখন চালক তাকে চুপ থাকতে বলেন এবং কোনো কথা না বলতে বাধ্য করেন। এরপর তিনি গাড়ির জানালা দিয়ে চিৎকার শুরু করলেও কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে গাড়ির গতি কিছুটা কমলে নিঝুম লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেন।


এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিঝুম প্রশ্ন তোলেন, “আমরা কি এমন দেশে বসবাস করছি, যেখানে দিনে-দুপুরে আমাদের নিরাপত্তা নেই? যদি উবারেও এমন হয়, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? যদি আমি গাড়ি থেকে লাফ না দিতাম, তাহলে কি আমাকে খুঁজে পাওয়া যেত?”


উল্লেখ্য, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে নিঝুম রুবিনার। এরপর তিনি ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’ এবং ‘বেসামাল’ সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি ‘দুই মা’ ও ‘বন্ধু তুই আমার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.