× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বস্তিকার ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট নিয়ে গায়েব ডেলিভারিম্যান

বিনোদন ডেস্ক।

২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (২২ জানুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনে ভারত ইংল্যান্ডের দ্বৈরথ ঘিরে উন্মাদনায় ফেটে পড়ছিল গোটা শহর। কানপুর থেকে উড়ে এসে বাবাকে নিয়ে গ্যালারি তে বসেই স্বস্তিকা ম্যাচটি উপভোগ করতে চেয়েছিলেন, এজন্য তিনি দু'টি টিকিটের অর্ডার দেন।

স্বস্তিকা মুখার্জি সহকারী সৃষ্টি অনলাইন ডেলিভারি সংস্থা স্যুইগির সাহায্যে টিকিট দু'টো আনাচ্ছিলেন। কিন্তু মাঝপ্তহে এসে ডেলিভারিম্যান ওই টিকিট দু'টো নিয়ে গায়েব হয়ে যান।

এই ঘটনায় সংশ্লিষ্ট অনলাইন প্রতিষ্ঠানকে তুলোধনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন স্বস্তিকা।

ঘটনার ১৩ ঘন্টা পেরিয়ে গেলেও, ঐ ডেলিভারি প্রতিষ্ঠান স্যুইগি কোনো সাড়া দেয়নি। এদিকে ডেলিভারিম্যানেরও খোঁজ নেই। অভিযোগ জানানো সত্ত্বেও কোনো লাভ না হওয়ায় শেষমেশ সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়ে সহকারীর সঙ্গে ঘটা দুর্ভাগ্যজনক ঘটনা নিজেই শেয়ার করেন স্বস্তিকা মুখার্জি।

এ ঘটনায় অভিনেত্রী সকলকে সাবধান করে দিলেন, ‘আজ আমাদের সঙ্গে ঘটেছে, কাল আপনাদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে। আজই সাবধান হোন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.