ছবিঃ সংগৃহীত।
আজ ২৩ জানুয়ারি নায়করাজ রাজ্জাকের ৮৩ তম জন্মদিন। ২০১৭ সালের ২১ আগস্ট সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বেঁচে থাকলে আজ ৮৩ বছরে পা রাখতেন রাজ্জাক।
কখনও
নীল আকাশের নিচে হেঁটেছেন রোমান্টিক নায়ক হয়ে, কখনও হাজির হয়েছেন পিতার বেশে কখনও বা আবার হয়েছেন
সংগ্রামী যোদ্ধা। ভিন্ন ভিন্ন চরিত্রে ফুটিয়ে পর্দায় তুলতে কোনো জুড়ি ছিল না তার। তার জন্মদিন উপলক্ষে এফডিসিতে কোনো আয়োজন করা হচ্ছে
না। তবে চলচ্চিত্রাঙ্গণের মানুষ মনে করছেন, চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতি,
পরিচালক সমিতি রাজ্জাককে নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে পারতো। বাবার জন্মদিন
প্রসঙ্গে চিত্রনায়ক সম্রাট বলেন, এখন আব্বুর জন্মদিন নিয়ে উচ্ছ্বাস কমে গেছে। আল্লাহর
কাছে দোয়া করি, আল্লাহ যেন আব্বুকে বেহেস্ত নসীব করেন। আব্বু যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন,
তাহলে তারা তাকে যেন ক্ষমা করে দেন।
এবার
রাজ্জাকের জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন
তার পরিবারের সদস্যরা। অভিনেতার ছোট ছেলে সম্রাট জানান, তার বাবার কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের
মধ্য দিয়ে জন্মদিন পালন করবেন তারা।
১৯৪২
সালের ২৩ জানুয়ারি ভারতের
কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রাজ্জাক। চলচ্চিত্রে নায়করাজ নামে পরিচিত হলেও তার পরিবারিক নাম আবদুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে রাজ্জাক নিজের অভিনয় জীবনের শুরু করেন।
১৯৫৯
সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়তে সিনেমার ওপর পড়াশোনা ও ডিপ্লোমা শেষ
করেন রাজ্জাক। এরপর কলকাতায় ফিরে এসে শিলালিপি ও আরও একটি
সিনেমায় অভিনয় করেন। তবে ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসতে বাধ্য হন।
ঢাকায়
এসেও চলচ্চিত্রের নায়ক হওয়ার সুযোগ খুঁজতে থাকেন রাজ্জাক। তবে প্রথমেই এতে সফলতা না পেয়ে সিনেমার
একজন সহকারী পরিচালক হিসেবে ‘উজালা' সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি।
ষাটের
দশকে সালাউদ্দিন পরিচালিত হাসির ‘তেরো নম্বর ফেকু ওস্তাগার লেন' সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকায় তার অভিনয় জীবনের সূচনা করেন রাজ্জাক।
এরপর
প্রতিভাবন নির্মাতা জহির রায়হানের লোক সিনেমা ‘বেহুলা' —তে রাজ্জাককে লখিন্দরের
ভূমিকায় অভিনয় করার সুযোগ করে দেন। আর এই সিনেমার
মাধ্যমে প্রথম নায়ক হিসেবে অভিনয় শুরু তার। ‘বেহুলা' সিনেমায় সুচন্দার সঙ্গে জুটি বেঁধে নায়ক হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন রাজ্জাক। এরপর আর পেছনে ফিরে
তাকাতে হয়নি তাকে।
সত্তর
ও আশির দশকে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন রাজ্জাক। ক্যারিয়ারে তিনশ’র বেশি চলচ্চিত্রের
নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। রাজ্জাক অভিনীত দর্শকনন্দিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নীল আকাশের নীচে, ময়নামতি, মধু মিলন, পীচ ঢালা পথ, যে আগুনে পুড়ি,
জীবন থেকে নেওয়া, কী যে করি,
অবুঝ মন, রংবাজ, বেঈমান, আলোর মিছিল, অশিক্ষিত, অনন্ত প্রেম, বাদী থেকে বেগম ইত্যাদি।
সর্বশেষ
বড় ছেলে নায়ক বাপ্পারাজের নির্দেশনায় ‘কার্তুজ' চলচ্চিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক । এই চলচ্চিত্রে
তার ঘনিষ্ঠবন্ধু প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামও অভিনয় করেছিলেন। চাষী নজরুল ইসলামের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন' সিনেমাতেও
অভিনয় করেছিলেন রাজ্জাক।
রাজ্জাক তার অসামান্য অবদানের জন্য একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এই কিংবদন্তির স্মৃতি ও কর্ম বাঙালির হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh