× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরীক্ষায় নকল করার অদ্ভুত সব উপায় ফাঁস করলেন খুশি কাপুর

বিনোদন ডেস্ক।

২৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

শ্রীদেবী কন্যা খুশি কাপুর। বর্তমানে তিনি আরেক স্টারকিড আমিরপুত্র জনেইদ খানের সঙ্গে নিজেদের আপকামিং মুভি 'লাভিয়াপা'র প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এসব প্রচারণার অংশ হিসেবে একের পর এক ইন্টারভিউয়ের মুখোমুখি হচ্ছেন এই জুটি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও শিক্ষাজীবন নিয়ে কথা বলেন খুশি ও জুনেইদ। তারা দুজনেই ফাঁস করলেন, একটা সময় তারা পরীক্ষায় প্রচুর নকল করতেন। এমন সব অভিনব কায়দায় তারা নকল করতেন যে তাদের এখন পর্যন্ত কেউ ধরতে পারেনি।

খুশি বলেন, ‘আমি পরীক্ষায় নকল করেছি, কিন্তু আমি ধরা পড়িনি। আমি আমার উরুতে একটি আস্ত চিত্র এঁকেছিলাম। আর আমি জানি না কেন আমার মনে হয়েছিল বিজ্ঞান পরীক্ষায় নকল করার এটাই সবচেয়ে আদর্শ উপায়। পায়ে স্কেচ পেন দিয়ে আস্ত ফুলের মতো এঁকেছিলাম। আমরা স্কার্ট পরতাম, তাই আমি কেবল স্কার্টটা টানতাম, ডায়াগ্রামটি দেখতাম আর সমস্তটা নকল করতাম'।

জুনেইদ খানও তার নকল করার পদ্ধতি শেয়ার করে বলেন, তার এক বন্ধু ছিলেন যিনি তার পেছনে বসতেন। জুনায়েদের বন্ধু পেছন থেকে পা টিপে টিপে উত্তর বুঝিয়ে দিত।

মজাচ্ছলে নিজেদের স্কুলজীবনের এসব কথা বললেও এই দুই স্টারকিড স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই পরীক্ষায় নকল সমর্থন করেন না এবং তারা চান না এসব শুনে শিশুরা পরীক্ষায় নকল করতে অনুপ্রাণিত হোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.