× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসপাতালে ভর্তির খবর ভুয়া- মোনালি ঠাকুর

বিনোদন ডেস্ক।

২৩ জানুয়ারি ২০২৫, ২০:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জনপ্রিয় ভারতীয় গায়িকা মোনালি ঠাকুর গত মঙ্গলবার এক কনসার্টে পারফর্ম করার সময় অসুস্থবোধ করলে, মাঝপথে কনসার্ট থামিয়ে দেন। এরপর একটি খবর ছড়িয়ে পড়ে, মোনালি ঠাকুর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গায়িকা এই খবর ভুয়া বলে জানিয়েছেন।

ঘটনার দিন মোনালি ঠাকুর, ভারতের কোচবিহারের দিনহাটায় প্রায় এক ঘণ্টা মঞ্চে পারফর্ম করার পর তিনি জানান তার শরীর ভালো নেই, গলা ভাঙা। এরপর দর্শক-ভক্তদের ভালবাসা ও উন্মাদনায় তিনি পারফর্মেন্স চালিয়ে যাচ্ছিলেন।

তবে তিনিও মানুষ। এক পর্যায়ে শরীর আর মানেনি। গান থামাতে বাধ্য হন মোনালি। মাইকে ঘোষণাও করা হয়, অসুস্থ হওয়ায় মোনালি গান গাইতে পারছেন না।

এই ঘটনার পরই তার হাসপাতালে ভর্তির খবরটি ছড়িয়ে পড়ে।

পরে ভক্তদের আশ্বস্ত করে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমার স্বাস্থ্য সম্পর্কে কোনো যাচাইবিহীন খবর শেয়ার না করার অনুরোধ করার জন্য এটি লিখছি। আমি এটি পরিষ্কার করতে চাই যে আমি কোনো শ্বাসকষ্টের সমস্যা মোকাবেলা করছি না এবং আমাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি। এটা মিথ্যা তথ্য।

মোনালি বলেন, ‘ভাইরাল সংক্রমণ থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় আমি সম্প্রতি অসুস্থ বোধ করছিলাম, পুনরায় অসুস্থতা মাথাচাড়া দেয় এবং কিছুটা গুরুতর সাইনাস এবং মাইগ্রেনের অস্বস্তিও সঙ্গে ছিল। এটুকুই আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.