× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভিনয় ছেড়ে দেওয়ার ব্যপারে মুখ খুললেন তামিম

বিনোদন ডেস্ক।

২৫ জানুয়ারি ২০২৫, ১৮:২২ পিএম

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধাকে নিয়ে মিডিয়া ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে। তামিমের ভাই সাকিব এম তালহার একটি ফেসবুক পোস্ট থেকে এই গুঞ্জন শুরু হয়। যেখানে তিনি উল্লেখ করেন, "আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।"

তবে তামিম এ ব্যাপারে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এমন কোনো ঘোষণা দেননি। তামিম বর্তমানে একটি ইসলামিক পডকাস্ট শুরু করেছেন, যেখানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। যেখানে অনুষ্ঠানের প্রথম পর্বে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি।" 

তামিম আরও জানান, কোভিডের পর থেকে তিনি মিডিয়ায় কাজ কম করছেন এবং অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান। তবে অভিনয় থেকে সম্পূর্ণ সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। তাঁর ইসলামিক পডকাস্টের উদ্যোগের সঙ্গে মিডিয়া ছাড়ার কোনো সম্পর্ক নেই। 

অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসার বিষয়ে তিনি বলেন, ‘লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছি। তার মানে এই না যে পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি। বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, বিষয়টা সেরকম না।’

ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন।’

নেটিজেনরাও তামিমমে এমন পরিবর্তন দেখে শুভেচ্ছা জানিয়েছেন। সুমন আহমাদ নামে একজনের ভাষ্য, ‘ হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তামিম ভাইকে দ্বীনের উপর অটুট রাখুন।’

তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.