× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্যাংকার হলে আর্থিকভাবে সচ্ছল হতাম কিন্তু সাংস্কৃতিক মুভমেন্টে অবদান থাকতো না: সোহেল রানা বয়াতি

শাহ্ রুদ্রাক্ষী আকরাম

২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫ পিএম । আপডেটঃ ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫০ পিএম

ছবিঃ সোহেল রানা বয়াতি

প্রশ্ন: অনেকেই বলে যে, থিয়েটার শিল্পীদের কোন ভবিষ্যত নেই। সে জায়গায় আপনি ব্যাংকের চাকরি ছেড়ে পরিচালনায় মনোযোগ দিলেন কেন?

উত্তর: থিয়েটার সংস্কৃতি কর্মীদের স্কুল যেখান থেকে সংস্কৃতির  বর্ণমালা শেখা যায়, মানুষ হিসেবে নিজেকে তৈরি করা যায়। ব্যাংকে চাকরি করলে হয়তো আমি আর্থিক সংকট থেকে মুক্তি পেতাম। আমার পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে পারতো কিন্তু, সাংস্কৃতিক মুভমেন্ট এ কোন অবদান থাকতো না।

প্রশ্ন: আপনি ভালো গায়ক, লেখক এবং বাদ্যযন্ত্রকার সে জায়গা থেকে আশা করতে পারি যে, ভবিষ্যতে আমরা একজন ভালোমানের কণ্ঠশিল্পীকেও পেতে পারি।

উত্তর: চলচ্চিত্র নির্মাতা হিসেবে সকল বিষয়ে একটা মিনিমাম জ্ঞান থাকতে হয়। আমার বেড়ে ওঠার বিভিন্ন ধাপে আমি গান করেছি,যাত্রাপালায় অভিনয় করেছি,মঞ্চে অভিনয়ের পাশাপাশি গানও করেছি। এমনকি নিজের নির্মিত চলচ্চিত্রের গানে সুর করেছি, গান গেয়েছি। কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই না কিন্তু শিল্পী হতে চাই।

প্রশ্ন: হঠাৎ করে সিনেমা তৈরির সিদ্বান্ত নেওয়ার সময় আপনার পরিবার ও বন্ধুদের সার্পোট কেমন ছিলো?

উত্তর: সিনেমা হঠাৎ করে তৈরি করতে চাই নাই এটা হঠাৎ করে তৈরি করার বিষয় নয়। নিজে যেমন সিনেমা নির্মাণের জন্য নিজেকে প্রস্তুত করেছি তেমনি, পরিবার ও বন্ধুবান্ধবকেও এটাই বুঝাতে চেয়েছি যে, আমি শুধু সিনেমা বানাতে চাই।

প্রশ্ন: নয়া মানুষ সিনেমার সেটে কোন মজার অভিজ্ঞতা আছে কী?

উত্তর: সেটে মজার অভিজ্ঞতার চেয়ে কষ্টের অভিজ্ঞতা বেশি, আমার টিমের অধিকাংশ সদস্য ভয়াবহ কষ্ট করেছে। আজ না হোক ১০ বছর পরে হলেও, তাদের সন্মান তারা পাবে এইটাই আমার কাছে খুবই মজার।

প্রশ্ন: আপনি সিনেমা নির্মাণের আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সে প্রসঙ্গে জানতে চাই?

উত্তর: আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "জল ও পানি" এরপর "সেলাই জীবন", "টিয়ার গপ্পো" প্রামাণ্যচিত্র "হাজংদের জীবন সংগ্রাম", মিউজিক ভিডিও নির্মাণ করেছি এগুলো প্র‍্যাকটিস ছিল যা আমাকে আত্নবিশ্বাসী করেছে সিনেমা নির্মাণের ক্ষেত্রে।

প্রশ্ন: বাংলা সিনেমার দর্শকদের কী বার্তা দিতে চান?

উত্তর: আমাদের দেশের দর্শকরা রুচিসম্মত শিল্পকর্ম দেখতে পছন্দ করে কিন্তু তাদের বিভ্রান্ত করে বিভিন্ন অরুচিকর কন্টেন্ট আমরা তাদের দেখতে বাধ্য করেছি যা আমাদের সংস্কৃতির অংশ ছিল না। তাদের শুধু অনুরোধ করতে চাই আপনারা দেশীয় সংস্কৃতির পৃষ্ঠপোষক হোন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.