× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ভয়ের কিছু নেই

২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

আদালত, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। একই সঙ্গে হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খললেন পরী।

পরীমণি জানিয়েছেন, তার দুইবার আদালতে যাওয়ার কথা ছিল। কিন্তু দু'বারই গুরুতর কারণে তিনি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত থাকতে পারেন নি।

পরীমণির ভাষ্যে, ‘আমি আজ আদালতে যেতে পারিনি। এর আগেও একবার যেতে পারিনি, সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল। এবার আমার অসুস্থতার কারণে। আমার আইনজীবীকে তা জানিয়েছি। শরীর অসুস্থ থাকলে তো কিছুই করার নেই।

তিনি গ্রেপ্তারি পরোয়ানার খবরে মোটেও চিন্তিত নন জানিয়ে বলেন, ‘এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা, বিব্রতকর ও উটকো ঝামেলা। এখানে ভয়ের কিছু নেই। আমি আইনিভাবে মোকাবিলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.