বলিউডের কিংবদন্তি
শ্রীদেবী কণ্যা জাহ্নবী কাপুর। অভিনয়গুণে ইতোমধ্যেই বলিউডে নিজের আসন পাকাপোক্ত করে
নিয়েছেন এই অভিনেত্রী। তারকা হলেও একজন সাধারণ মানুষের মত জাহ্নবীরও বিয়ে এবং সংসার
নিয়ে আছে নানা স্বপ্ন আর পরিকল্পনা।
মা শ্রীদেবীর
জন্ম তামিলনাড়ুতে। মায়ের মত মেয়ের মনেও আছে দক্ষিণ ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। তাইতো জাহ্নবী
তাঁর বিয়ে নিয়ে করেছেন বিশেষ পরিকল্পনা। তবে অন্যান্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং,
হলিউড থেকে নামীদামী তারকা এনে পারফর্ম করানো, কিংবা মার্ক জাকারবার্গ এবং এ ধরণের
গুরুত্বপুর্ণ ব্যক্তিত্বদের এনে মিডিয়ায় চমক দেওয়ার ইচ্ছা নেই তাঁর।
সম্প্রতি
বলিউড সিনেমা সমালোচক কোমল নাহতার চ্যাট শো-তে জাহ্নবী করণ জোহরের সঙ্গে উপস্থিত হন।
সেখানে তিনি তাঁর বিয়ে এবং বিয়ে পরবর্তী জীবনের কথা শেয়ার করলেন।
জাহ্নবী জানান,
তিনি ঠিক করে নিয়েছেন তাঁর বিয়ে হবে তিরুপতির মন্দিরে। জাঁকজমক আয়োজন বাদ দিয়ে তিনি
বিয়ের পর তিরুপতি অঞ্চলেই নি পরিবারের সঙ্গে থাকবেন।
সন্তান নেওয়ার
পরিকল্পনার ব্যাপারে জাহ্নবী বলেছেন, তিন সন্তান হবে আমাদের। প্রতিদিন কলাপাতায় একসঙ্গে
আমরা একসঙ্গে খাব। গোবিন্দা গোবিন্দা নাম জপ করব আবার কখনও বা মণিরত্নমের ছবির গান
চালিয়ে একমনে শুনব। যখন সময় পাব, স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যত্ন
করে তেল মালিশ করে দেব।