× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'রাজনীতি মানুষকে ভাগ করে দেয়, কিন্তু শিল্প ঐক্যবদ্ধ করে'- অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক।

২৮ জানুয়ারি ২০২৫, ১৫:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক অশান্তি শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক অঙ্গনেও প্রভাব ফেলছে। কলকাতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত এই অস্থিরতা নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, দুই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সংস্কৃতির স্বার্থে সমস্যার দ্রুত সমাধান হওয়া অত্যন্ত জরুরি।

গতকাল (২৭ জানুয়ারি) পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জন দত্ত বলেন, “কলকাতা এবং ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে বাংলাদেশের সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। এই দুই দেশেরই খুব বড় একটা বাজার রয়েছে। এটি দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তার মতে, দুই দেশের মধ্যে সহযোগিতার পুনরুজ্জীবন না ঘটলে ফিল্ম ইন্ডাস্ট্রি এক বিশাল ক্ষতির মুখোমুখি হতে পারে।

ভারতের পাশাপাশি বাংলাদেশেও অঞ্জন দত্তের একটি বড় ফ্যান ফলোয়িং রয়েছে। তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে শিল্প ও রাজনীতির বিপরীত মেরু। তিনি বলেন, “রাজনীতি মানুষকে ভাগ করে দেয়, কিন্তু শিল্প ঐক্যবদ্ধ করে।” তার এই মন্তব্য শিল্পের মূল শক্তি এবং গুরুত্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। শিল্প শুধু সৃজনশীলতার এক মাধ্যম নয়, এটি দুই জাতির মানুষকে একই আবেগে বাঁধার এক অনন্য উপায়। 

পিটিআইকেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাই বর্তমান অচলাবস্থার দ্রুত সমাধান হোক। শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে আমাদের একটা বড় বাজার রয়েছে। সেটা দুই দেশের জন্য খুলে যাওয়া প্রয়োজন। এতে দুই পক্ষেরই উপকার হবে।’

অঞ্জন দত্ত আরও বলেন, ‘বাংলাদেশে অনেক সংবেদনশীল মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই দারুণ সিনেমা নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব এবং গায়ক। এত সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক কারণে বলি দেওয়া উচিত নয়।’

দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন শুধু একে অপরকে সমৃদ্ধ করেই না, বরং বিশ্বের কাছে এই অঞ্চলকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। শিল্পের এই শক্তি দুই দেশের অর্থনৈতিক এবং সামাজিক স্থিতির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

অঞ্জন দত্ত অভিনীত ‘এই রাত তোমার আমার’ শিগগিরই মুক্তি পেতে চলেছে। এই সিনেমায় তার সহ-অভিনেতা হিসেবে থাকছের অপর্ণা সেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।

‘এই রাত তোমার আমার’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, ‘পরমব্রতের পরিচালনায় কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি।’

বর্তমান প্রজন্মের পরিচালকরা অভিনয়ের তুলনায় প্রযুক্তিগত দিক নিয়েই বেশি চিন্তিত বলে আক্ষেপ করেন অঞ্জন দত্ত। তিনি বলেন, ‘অ্যাক্টর্স ডিরেক্টরের কনসেপ্টটাই হারিয়ে যেতে বসেছে। এখনকার পরিচালকরা লেন্স এবং ড্রোন শট নিয়েই বেশি ব্যস্ত। ফলে অভিনেতারা অনেক সময় অসহায় বোধ করেন।’

পরমব্রতর বিষয়ে তিনি আরও বলেন, আমি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে 'দ্য বং কানেকশন' সিনেমায় কাস্ট করেছিলাম। এরপর ও নিজের পথে এগিয়ে গেছে এবং আরও সাবলীল হয়ে উঠেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.