দক্ষিনী সেনসেশণ
রাশমিকা মান্দানা ২০১৬ সালে কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রির রোমান্টিক কমেডি মুভি 'কিরিক
পার্টি' দিয়ে রূপালি পর্দার যাত্রা শুরু। অভিনয় দক্ষতা এবং ভিন্নধর্মী সব চরিত্রে অভিনয়
করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর নাম পাকাপোক্ত। সামনে যে পুরো ভারত জুড়ে রাজত্ব করবেন
তাঁর বড় প্রমাণ, চলতি বছর রাশমিকার সবচেয়ে বড় দু'টি সিনেমার দু'টোই বলিউডের। বলিউড
ভাইজান সালমান খানের সঙ্গে জুটি বেঁধে আসছে ঈদে ভক্তদের সামনে 'সিকান্দার' নিয়ে হাজির
হতে চলেছেন। আর ভারতের কিংবদন্তি ছত্রপতি শিবাজী'র কাহিণী নিয়ে বানানো সিনেমা 'ছাভা'য়
রাশমিকার সাথে জুটি বাঁধবেন ভিকি কৌশল। এদিকে বাস্তব জীবনে তাঁর সঙ্গে কে জুটি বেঁধেছেন
তা নিয়ে গুঞ্জনের শেষ নেই।
সম্প্রতি
এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তাঁর প্রেম জীবন নিয়ে কিছু কথা বলেন। তিনি জানিয়েছেন তাঁর
জীবনেও একজন সঙ্গী আছেন। রাশমিকা বলেন, 'আমার জীবনেও অনেক কাছের মানুষ আছেন। আমিও কারও
বোন, কারও মেয়ে, কারও আবার সঙ্গী। জনপ্রিয়তা যার যার নিজের জায়গায়। আমি আসলে এই জীবনকে
খুব উপভোগ করি।’
রাশমিকা যখনই
'কারও সঙ্গী' কথাটা উচ্চারণ করলেন তখনই ভক্তরা উল্লাসে ফেটে পড়েন। তাহলে শেষ পর্যন্ত
অভিনেত্রী স্বীকার করলেন তার একজন সঙ্গী আছেন।
অভিনেত্রীর
কাছে জানতে চাওয়া হয়েছিল, একজন পুরুষের মধ্যে সবচেয়ে বেশি কোন বিষয়টিতে তার সবচেয়ে
বেশি আকর্ষণ?
জবাবে রাশমিকা
বলেন, ‘চোখ হলো মানুষের আত্মার জানালা। এমন লোকেদের প্রতি আকৃষ্ট হই যাদের মুখে হাসি
আছে। আমি এমন লোকদের পছন্দ করি যারা চারপাশের মানুষকে সম্মান করেন।’
উল্লেখ্য,
দুই বছর হতে চলল রাশমিকার সঙ্গে বিজয়ের মধ্যে প্রেম নিয়ে নেটজেনদের মাঝে চলছে তুমুল
চর্চা। দু'জন একসাথে মালদ্বীপে ছুটি কাটাতে গেলেও এখনো নিজমুখে কিছু স্বীকার করেননি।