× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুলে যাইয়েন না জুলাইয়ের স্লোগান “দেশটা করোর বাপের না “

বিনোদন ডেস্ক।

৩০ জানুয়ারি ২০২৫, ১১:০০ এএম । আপডেটঃ ৩০ জানুয়ারি ২০২৫, ১১:০০ এএম

ছবিঃ সংগৃহীত।

সাম্প্রতিককালে শোবিজ জগতের কিছু অভিনেত্রী বেশকিছু শোরুম উদ্বোধন কিংবা অনুষ্ঠানে গিয়ে বাধার একদল লোকের বাঁধার সম্মুখীন হয়েছেন। বিষয়টি মিডিয়াপাড়াতেও নানা জনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।

সবশেষ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি অপু বিশ্বাস একটি শো-রুম উদ্বোধন গিয়ে বাঁধার মুখে পড়েন। এর আগে একই ঘটনা ঘটেছে অভিনেত্রী মেহজাবীনের সঙ্গেও।

বিষয়গুলো নিয়ে এবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। যেখানে তিনি, জুলাই আন্দোলনে শোবিজ তারকাদের ভূমিকা তুলে ধরেছেন। পাশাপাশি যারা অভিনেত্রীদের কর্মকাণ্ডে বাধাগ্রস্থ করেছেন তাদেরকে নিয়েও প্রশ্ন তুলেছেন।

স্ট্যাটাসে চমক লেখেন, আমি বুজলাম না, সবকিছুই তো চলতেছে দেশে, তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই তাদের প্রবলেম হচ্ছে কেনো ?

দেশের মানুষের বৈচিত্রতা নিয়ে তিনি লেখেন, এই যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরকে নিয়ে এতো মাথাব্যাথা, তাদেরকে বাদ দিয়ে একটা দেশের বুদ্ধিমনন , নিজস্বতা , ইন্টেলেকচুয়াল প্রপার্টি , গঠনমূলক শৈল্পিক ইতিহাস সংরক্ষণ , সাংস্কৃতিক বৈচিত্র্যতা উচ্চতা এবং জাতিগতভাবে আমাদের শিকড় সংরক্ষণ এগুলো কি আদৌও সম্ভব ???

গণঅভ্যুত্থানের সময় শিল্পীদের ভূমিকা নিয়ে তিনি স্ট্যাটাসে লেখেন, এই শিল্পীদের মধ্যেই কয়েকজন যারা জীবনের ভয় না করে,কয়েকদিন আগেই রাজপথে নেমেছিলো দেশ আর দেশের মানুষকে ভালোবেসে , তাদেরকে আমরা নিমিষেই ভুলে যাই অথচ তাদের কন্ঠস্বর ছিল নির্ভীক , তাদেরকে সহজেই জামাত শিবির ট্যাগ দিয়ে চুপ করানো যায় নি , তাদের দেখে অনুপ্রাণিত হয়েছিলো তাদের লাখো-কোটি ভক্ত অনুসারী l যারা আপনাদের পাশে দাড়িয়েছে দেশকে ভালোবেসে , তাদেরকে এভাবে বাধা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা ???

সব শেষে তিনি এদের উদ্যেশ্য নিয়ে প্রশ্ন রেখে বলেন, এবং আপনারা আসলে কারা ??? আপনাদের আসল উদ্যেশ্যে কি ??? এই দেশ আমাদের সবার , এই দেশের মাটিতে সব পেশা, জাত ধর্মের সবার সমান অধিকার  ,এই দেশকে আমরা ভালোবাসি , নিজের জীবনের থেকেও বেশি আপনি বা আপনারা কেউ কারো স্বাভাবিক জীবনধারায় অহেতুক বাগড়া দিতে আসলে , আমরা ধরে নিব , আপনারা আর যাই হোক এই দেশকে, এই দেশের মানুষকে ভালোবাসেন না !

ভুলে যাইয়েন না জুলাইয়ের স্লোগানদেশটা করোর বাপের না

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.